আমাদের কথা খুঁজে নিন

   

কবীর সুমনের লিরিক-জুয়া(ডাউনলোডিং লিংক সহ)

আর কাদায় ভরা মনের মধ্যে ........

৫.জুয়া জিতেছি যতটা হেরেছিও ততটাই, জুয়া খেলে গেছি কামনায় অনুভবে ভাবনা আমার তোমাকেই বলে যাই, তুমি কি কখন আমার ভাগ্য হবে? মহাকাশ ফুড়ে ছুটে চলে নভো্যান, মানুষ নিচ্ছে বিশ্বের তল্লাশ বিজ্ঞানীরা কি জুয়াই খেলতে চান? পৃথিবীর বুকে শুকিয়ে যাচ্ছে ঘাস। কি আছে সৌরমন্ডল থেকে দূরে? নভো্যান থেকে সংকেত ভেসে আসে জিজ্ঞাসাগুলো একদম ভবঘুরে, প্রশ্ন ঘুরছে তারাদের আশেপাশে। মঙ্গলগ্রহে জরিপ চলছে খুব, সেখানে শুনছি ঘরবাড়ি তোলা হবে জল্পনা ছোটে পশ্চিম থেকে পূব, গ্রাম থেকে গ্রামে ডাক্তার যাবে কবে? উপসাগরীয় যুদ্ধ টিভিতে দেখে, খেয়েছে মানুষ রাতের খাবার রোজ গনহত্যার ছবিগুলো মনে রেখে, এসেছে শান্তি ঘুমের ওভার ডোজ। আসল যুদ্ধ যেন সিরিয়াল দেখা, অ্যাকশান খুব জীবন্ত খুনোখুনি দেখছে মানুষ সপরিবারে বা একা, ধর্ষণটাও দেখা যাবে এক্ষুনি। কম্পিউটারে খেলছে আমার মেয়ে, নিধনের খেলা এ মেরে ফেলছে ওকে অথবা দৈত্য ফেলছে কাউকে খেয়ে, মগজে এখন শুধু ভাইরাস ঢোকে। কারফিউ ছিল মগজে আমার গানে, সে গান হয়েছে কবে ক্যাসেট বন্দী কত বিক্রি এইচ.এম.ভি. জানে, আমি গান গেয়ে করে যাই অভিসন্ধি। অভিসন্ধিতে লিরিক দিচ্ছি শোন, সুরে বলে যাই আজকের কথাগুলো একদিন হবে গণ অভ্যুথ্থান, সেদিন আমার গানের ভাড়ার খুলো। আপাতত ছোটা শিশিতে এ গান ভরে, ভাসিয়ে দিচ্ছি সময়ের দরিয়ায় দেখি এ ভাবনা ভেসে যায় কতদূর, ভাবনা আমার তোমার দিকেই যায়। তোমার শরীরে আমার স্পর্ষ পেলে, ভেব একজন কামনায় অনুভবে চেয়েছে তোমায় ভাবনার জুয়া খেলে, প্রেমিকা আমার তুমি বিদ্রোহ হবে। ডাউনলোড Click This Link আরো গান ডাউনলোড, লিরিক এবং কর্ডের জন্যে ভিজিট করুন আমার ব্লগ http://kabirsuman-anjan.blogspot.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।