আমাদের কথা খুঁজে নিন

   

বন্দিনী

এভাবেই ভালোবাসা পুড়ে পুড়ে যায়..

স্বপ্নের হাতে আজ হাতকড়া, বাস্তব এখানে মুক্ত বিহঙ্গ। বিজয়ের হাসিতে পুলকিত-শিহরিত; পুরাতন স্বপ্নেরা কেবল ঘুরপাক খায়, ব্যর্থতায় মুখ থুবড়ে পড়ে থাকে পথের পাশেই। বাস্তবতা অট্টহাসিতে চৌচিড় করে ভয়ংকর কাঁচের দেওয়াল। স্বপ্নের বীজ বুনতে না বুনতেই বাস্তবতার চারাগাছটি হঠাৎ ডেকে বলে- "মা, তুমিও চলো"। আজন্মলালিত স্বপ্নকে লাথি মেরে ছুটে চলি বাস্তবতার হাত ধরে। এমন আকুতি তার চোখে; উপেক্ষা করে কোন নারী- তার স্পর্ধা নেই। তাইতো বাস্তবতা আরও বেশী আলিঙ্গনে রাখে তার ধরণীকে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।