আমাদের কথা খুঁজে নিন

   

বন্দিনী

(১) বিনামূল্যে অমূল্য উষ্ণ চুম্বন এঁকে দিতে কিংবা লুফে নিতে শেখেনি যে পুরুষ সেই লাখোপতি পতির ওমহীন বাহুডোরে বন্দিনী- নন্দিনী ডুকরি কয়- “ও সানাই! এমনো বাসর তুই আনিলি কি-সে গেয়ে না-কি কেঁদে”? (২) রোজ প্রাতে তৃপ্ত পতিদেব কর্মে বাহিরিবে যবে তারও আগে সিনান সারি’ অতৃপ্ত কপালে আঁকি যে সিঁদুর ও’ সিঁদুরে মায়া নেই যেনো- অগ্নি বা বিছুটি-সম জ্বলে ।।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।