আমাদের কথা খুঁজে নিন

   

আকাশ পথে নেপাল ভ্রমন

........

মাউন্টেন ক্লাব টুরস্‌ , ঠিকানা কাজী নজরুল ইসলাম এভিনিউ , ঢাকা । টুর পরিচালনাকারী কোম্পানিটির নেপাল ভ্রমনের এ্যডটা বিভিন্ন পত্রিকায় অনেকেই হয়ত দেখে থাকবেন। সম্প্রতি ঈদ ও পূজা উপলক্ষে তারা নেপাল ভ্রমনের একটা প্যাকেজ ছেরেছে। ঢাকা কাঠমুন্ডু ঢাকা রিটার্ন এয়ার টিকেট। ২ রাত ৩ দিন ৫ তারা হোটেলে থাকা ও তিনবেলা বুফে খাওয়া।

সাইট সিয়িং, ক্যাসিনো কুপন, সারারাত বিনেদন প্রোগ্রাম, শপিং কুপন, এয়ারপোর্ট ট্রানসফার, হ্যনত্যান বহুত কিছু। খরচ মাত্র ১৫৫০০ প্লাস ট্যাক্স। (টুইন শেয়ার বিছানা) এছাড়া প্রতি এক্সটেনশান নাইট ৩০০০ টাকা করে। এখন কথা হলো , ব্লগের কেউ কি আগে এই কোম্পানির প্যাকেজে নেপাল ভ্রমন করেছেন? (কো্ম্পানিটি বহুদিন থেকেই এই নেপাল প্যাকেজ পরিচালনা করছে) যদি কেউ ভ্রমন করে থাকেন তাইলে আওয়াজ দেন । কেমন কি? সত্য মিথ্যা, ভালো খারাপ ইত্যাদি।

ঈদের মধ্যে যাইতে মন চায়।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।