আমাদের কথা খুঁজে নিন

   

পুলিশকে আধুনিক ও সৌন্দর্য সচেতন করতে পাঠ্যসূচিতে পরিবর্তন



Tue, Aug 25th, 2009 6:14 pm BdST Dial 2324 from your mobile for latest news গোলাম মর্তুজা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, আগস্ট ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অপরাধ বিজ্ঞানের নিত্যনতুন বিষয় পড়তে হচ্ছে পুলিশ কর্মকর্তাদেও; জানতে হচ্ছে অপরাধের শিকারদের মানসিক অবস্থাও। পাশাপাশি সেবা গ্রহিতাদের কাছে গ্রহণযোগ্য রূপে উপস্থাপন করতে সৌন্দর্য সচেতন হওয়ার পাঠও নিচ্ছেন তারা। পুলিশ বাহিনীর আধুনিকায়নে তাদের পাঠ্যসূচিতে যুক্ত হয়েছে এমনই অনেক বিষয়। দেশে আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত পুলিশ কর্মকর্তাদের প্রশিক্ষণ হয় রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে। সেখান প্রশিক্ষণরত ২৭তম বিসিএস পুলিশ ক্যাডারের ১৩৭ কর্মকর্তা (প্রবেশনারি এএসপি) প্রথমবারের মতো নতুন ও পরিবর্তিত পাঠ্যসূচিতে প্রশিক্ষণ নিচ্ছেন বলে জানিয়েছেন একাডেমির উপাধ্যক্ষ মো. মাজহারুল হক।

তিনি মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সমাজ বিজ্ঞান, অপরাধ বিজ্ঞান এবং মনোবিজ্ঞানের মতো বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় অন্তর্ভুক্ত করে পুলিশ কর্মকর্তাদের আরও আধুনিক হিসেবে গড়ে তুলতে তাদের প্রশিক্ষণ ও পাঠ্যসূচিতে পরিবর্তন আনা হয়েছে। " ব্যক্তিত্ব, পরিচ্ছন্নতা-সৌন্দর্যবোধ সৃষ্টির পাঠও নতুন পাঠ্যসূচিতে যুক্ত করা হয়েছে। আর এ জন্য সৌন্দর্য বিশেষজ্ঞ কানিজ আলমাস খানের সহায়তাও নিচ্ছে একাডেমি। উপাধ্যক্ষ বলেন, "পরিবর্তিত সময়ের সাথে খাপ খাইয়ে নিতে পাঠ্যসূচিতে এ পরিবর্তন আনা হয়েছে। খুব প্রয়োজনীয় বিষয়গুলোর পাশপাশি ব্যবহার ও সৌন্দর্যের বিষয়েও কর্মকর্তাদের সচেতন করার উদ্যোগ নেওয়া হয়েছে।

" পুলিশ কর্মকর্তাদের প্রশিক্ষণে যে সব নতুন বিষয় যোগ হয়েছে, তার মধ্যে রয়েছে- পুলিশ আইন, অপরাধ বিজ্ঞান, ভিকটিমোলজি (অপরাধের শিকারদেও মানসিক অবস্থা), ক্রিমিনালিসটিকস, ক্রিমিনাল সাইকোলজি (অপরাধীদের মানসিকতা), গবেষণা পদ্ধতি (রিসার্চ মেথডোলজি), সাধারণ আইনের কিছু অংশ (পার্ট অব পাবলিক ল), মানবাধিকার, মডেল থিওরিজ অব ক্রাইম প্রিভেনশন, ইউজ অব রিসার্চ এন্ড ক্রাইম প্রিভেনশন, ইন্টেলিজেন্স (গোয়েন্দাবৃত্তি) ইত্যাদি। ভাষা ও কম্পিউটার শেখাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। আইন ও সমাজবিজ্ঞান বিষয়ে পাঠ দিচ্ছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। বুয়েটের পুরকৌশল বিভাগের শিক্ষকরা এসে 'ট্রাফিক ও রোড সেফটি'র ওপর ক্লাশ নিচ্ছেন। গবেষণা ও পুলিশ আইন বিষয়ে পড়াচ্ছেন মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।

এছাড়া পুলিশের প্রশাসন ও ব্যবস্থাপনা বিষয়ে পাঠ দিচ্ছেন পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা। এর আগে বিশেষজ্ঞরা বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা পুলিশ একাডেমিতে এলেও তা ছিল খুবই কদাচিৎ। কিন্তু এখন থেকে নিয়মিতভাবেই তারা পুলিশকে শেখাবেন বলে জানান মাজহারুল হক। তিনি বলেন, "সম্প্রতি কানিজ আলমাস খান পুলিশ কর্মকর্তাদের মেকাপ, ড্রেস আপ, ড্রেস কালার, ড্রেস ডিজাইন, হেয়ারস্টাইল এগুলো নিয়ে আলোচনা করেছেন। " এছাড়া জনগণের সামনে কর্মকর্তারা কীভাবে নিজেকে আকর্ষনীয় করে নিজেদের মেলে ধরবেন, সে পাঠও দিয়েছেন কানিজ আলমাস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.