আমাদের কথা খুঁজে নিন

   

অণুকাব্য (প্রেম, ঝগড়া, অতঃপর!!?......) (একটি ১৮+ প্রেম কাহিনী) [ছবি ব্লগ]

হৃদয়ে আমার “একাত্তর” স্বপ্নে দেখি রঙিন ভোর! ১। কানে কানে, ফিসফিস! সুযোগ পাইলে, "Kiss" দিস্?! ২। পারবি না তুই, পালাতে! ঠোঁট ভেজাবো, লালাতে! ৩। তুই কি আমার, বন্ধু হবি?! “হাত-পা” ভেঙ্গে- পঙ্গু হবি?! ৪। মাইয়্যা দেখি- ম্যালা বোকা!? আমারে কয়- “তেলাপোকা”!!? ৫।

বলো না- “ভালোবাসি”!? কিনে দেবো- ভালো বাঁশি! ৬। পৃথিবীতে- যত পানি! ভালোবাসি- ততখানি! ৭। “ভালোবাসা” ভালো না!!! “ভালোবাসি” বলো না?!! ৮। “ভালোবাসা দিবসে”!!! “ভালোবাসা” দিবো, সে?! ৯। আজ; ভালো লাগার দিন!!! আজ; টক-মিষ্টি, ঝাল ও লাগার দিন!!! আজ; ঠোঁটে-ঠোঁট, গাল ও লাগার দিন!!! আজ; ভালোবাসার ঋণ!!! আজ; ভালোবাসার দিন!!! ১০।

“ভালোবাসার” এই দিনে! একটা গোলাপ, দেই কিনে?! ১১। এক দেখাতে, মন ভরে না!!! হাজার দেখেও চোখ সরে না!!? ১২। শুনবো না হায়- নিষেধ, তাড়া!!! আজ, “চুমু” খাবো- হিসেব ছাড়া!!! ১৩। তোমার ঠোঁটে- আমার ঠোঁট! ঠোঁট বেঁধেছে- “মহাজোট”!!! ১৪। “চলছে গাড়ি- যাত্রাবাড়ী”!!! মেয়ে তোমার- হাতটা ধরি?!! ১৫।

বাদাম কিনে, পাঁচ টাকার! আমার সাথে, আড্ডা মার্!? ১৬। প্রেম জ্বরে, কাঁপছি! “ভালোবাসা” মাপছি! ১৭। হারাতে চাই- তোমার মাঝে! দাঁড়িয়ে আছেন, তোমার “মা” যে?! ১৮। “তুই-আমি” এক সাথে, “একতাই বল”! “এই পৃথিবীকে” তুই, এ কথাই বল্?! ১৯। ডুবি-ভাসি, তোর প্রেমে! জায়গা দিবি, তোর ফ্রেমে?! ২০।

কি আর হবে, তোমায় পেলে?! প্রেম শেখাবো, সময় পেলে!!! ২১। ভালোবাসি- “এক আকাশ”! “কফি” ক্যানো, একা খাস্?! ২২। তোমায় ছাড়া, ভাল্লাগে না!!! মরিচ খাইলেও- ঝাল লাগে না!!! ২৩। মেয়ে তোমাকে, ভালোবাসতে চাই!!! আজ এসেছি, কাল ও আসতে চাই!!! ২৪। মন-মাঝে মোর, অসুখ ভারি! ঐ মেয়েটা- আসুক বাড়ি!? ২৫।

তার মন- গলে নাই!!! “ভালোবাসি” বলে নাই!!! ২৬। ফুল ছুঁয়ে- কাঁটা পাই! চুল ছুঁয়ে- ঝাঁটা খাই! ২৭। তোর কারণে, ঘর ছেড়েছি! বাবার হাতের, চড় খেয়েছি! ২৮। লাভ নাই, লাভ নাই!!! "Love" এ কোনো, লাভ নাই! ২৯। তোর প্রেমে, পড়িয়া! বেঁচে আছি, “মরিয়া”!!! ৩০।

মাইয়্যা লোকের, “আত্মা” নাই!!? “হৃদয় দিলাম”- পাত্তা নাই?!! ৩১। প্রেম করা, ঠিক না! হয়ে যাবি, চিকনা! ৩২। দাঁড়িয়ে আছে “মুন্নি-শিলা”- সানি লিওন, মালালাও!!! মেয়ে তুমি, দৌড়ে এসে- আমার গলায়, “মালা” দাও!? ৩৩। “চুমু” দিলে, দিতে পারো! দাও দেখি, কত পারো?! ৩৪। আমার ছড়া, আমার গান- আমার অণু-কাব্যে! তোমার চুল, তোমার ঠোঁট- তোমার “চুমু” থাকবে! ৩৫।

তোমার ঠোঁটে, রাত কাটাবো! প্রেমটুকু কি- “টাটকা” পাবো?! ৩৬। ঢং ভরা তোর, “রং-মনে”! ভূত ছাড়াবো, সঙ্গমে!!!? ৩৭। তুমি-আমি, এক রাতে! “ভালোবাসি”- এক সাথে?! ৩৮। তোমার বুকে, ছবি আঁকার শখ!!! দিতাম এঁকে- “কাকের মতো বক”!!? ৩৯। ঐ ঠোঁটে আজ, জাগুক প্রেম!? ঠোঁটে-ঠোঁটে, লাগুক প্রেম!? ৪০।

এক শর্তে- করতে পারি বিয়া!? দাঁত মাজিয়ো- ম্যাজিক পাউডার দিয়া?! ৪১। তোমার-আমার, বিয়ে! “ভালোবাসা” দিয়ে! ৪২। তোমার-আমার ঠিকানা! সবার সামনে, কমু না!!!? ৪৩। আমি কাঁদি, তুমি হাসো!!? তুমি নাকি, “ভালোবাসো”?!! ৪৪। তুই নাকি- চলে যাবি?! প্রেমটা কি- “হাবিজাবি”?! ৪৫।

এক বনে- দুই বাঘ?! “অ্যাই মেয়ে” তুই ভাগ্?! ৪৬। কেউ কথা রাখেনি!!! “জামাই” বলে ডাকেনি!!! ৪৭। তোমার নামে “মামলা” দেবো, “ভালোবাসার আদালতে”!!! পৃথিবীতে না হোক- বিচার হবে “কেয়ামতে”!!? ৪৮। শেষের পরেও শেষ থেকে যায়! ভালোবাসার- রেশ থেকে যায়! ৪৯। খুঁড়তে গিয়ে কেঁচো, বেরিয়ে এলো সাপ! একাত্তরে “রাজাকারি”- করছিলো তোর “বাপ”! (রাজাকারের ফাঁসি চাই)  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।