আমাদের কথা খুঁজে নিন

   

যশোরের আকর্ষন- মনিহার



যশোরের অন্যতম আকর্ষন মনিহার প্রেক্ষাগৃহ । যশোরের রবীন্দ্রনাথ সড়কের ঠিক মাথায় প্রায় এক একর জমির ওপর ১৯৮৪ সালে গড়ে ওঠে চার তলাবিশিষ্ট এ প্রেক্ষাগৃহ। ১৯৮৩ সালে মরহুম সিরাজুল ইসলাম মনিহার প্রতিষ্ঠা করেন। সর্বমোট ১৪৩০টি আসন রয়েছে এ হলে। তার মধ্যে ৫৩৫টি আসন ডিসি।

এছাড়া বিশেষ ব্যক্তিদের জন্য ১৮টি আসন সংরক্ষিত। পর্দার আয়তন ৪০/৩০। প্রেক্ষাগৃহটি প্রতিষ্ঠার পর কী নাম রাখা যায় তা জানতে চেয়ে পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া হয়েছিল। ফলাফল হিসেবে দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রায় এক লাখ নাম এসে জড়ো হয়। সেখান থেকে বেছে নেওয়া হয় 'মনিহার'।

ওই বছরের ডিসেম্বরে প্রথম ছবি হিসেবে এখানে প্রদর্শিত হয় 'জনি'। মনিহার এর বর্তমান মালিক জিয়াউল ইসলাম মিঠু। অত্যন্ত সজ্জন মানুষ। একদিন তার আমন্ত্রন এ সপরিবার এ হাজির হয়েছিলাম "মনপুরা" দেখতে। দেশের প্রেক্ষাপটে মনিহার ই সেরা তা অবলীলায় বলতে পারি।



এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।