আমাদের কথা খুঁজে নিন

   

সবেচেয়ে উত্তাল গান.......

জীবন এক প্রবাহমান নদী, এখানে দু:খগুলো ভাটার মত, যা বাধ দিয়ে সংরক্ষনও করতে পারেন আবার জোয়ারের অপেক্ষায় ধৈর্যও ধরতে পারেন । একাত্তরের রাজাকার হুশিয়ার সাবধান! ---হায়দার হোসেন তোরা সব চল চল চল ওই দেখনা উচ্ছ্বল প্রাণে সত্য ন্যায়ের নেমেছে ঢল ওরে নবীন ওরে তরুন সামনে এগিয়ে চল আধমরাদের জাগাও চেতন, বাঁচার মত বাঁচতে বল একাত্তরের চেতনায় তরুন প্রাণে ডেকেছে বাণ রুখবে তারে কোন বাঁধনে রুখবে তারে কোন তুফান একাত্তরের রাজাকার হুশিয়ার সাবধান দেশপ্রেমে উন্মাদ উত্তাল তরুণপ্রাণ বিচারপতি বিচার কর সত্য ন্যায়ের বিচার চাই বিদ্রোহীরা শোধরে চল দেশদ্রোহীদের রক্ষা নাই তোরা সব চল চল চল... ধর্ম যাদের ব্যবসা হল বসছে খুলে হাট-দোকান দুষ্ট লোকের মিষ্ট কথায় ভুলবে না আর তরুণ প্রাণ মায়ের আঁচল ছিড়লো যে জন তার কেমনে রক্ষা হয় আমার মনে জ্বলছে আগুন, জ্বলবে আগুন জগৎময় বিচারপতি বিচার কর সত্য ন্যায়ের বিচার চাই তোরা সব চল চল চল... ভিডিও দেখতে দেখুন

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।