আমাদের কথা খুঁজে নিন

   

বিমানের হজ ফ্লাইট ৭ সেপ্টেম্বর শুরু

বিমানের ব্যাবস্থাপনা পরিচালক কেভিন স্টিল রোববার এক সংবাদ সম্মেলনে জানান, ওইদিন বেলা আড়াইটায় বিমানের প্রথম হজ ফ্লাইটটি জেদ্দার উদ্দেশ্যে ঢাকা ছেড়ে যাবে। প্রথম ফ্লাইটটি পরিচালিত হবে ভাড়ায় আনা একটি বোয়িং ৭৪৭ উড়োজাহাজ দিয়ে।
ধর্ম মন্ত্রণালয়ের হিসেবে এ বছর বাংলাদেশ থেকে মোট ৮৮ হাজার ৯১১ জন হজে যাবেন।
এবারই প্রথম হজের জন্য সম্পূর্ণ ইলেকট্রনিক টিকিট চালু করা হয়েছে জানিয়ে বিমানের ব্যাবস্থাপনা পরিচালক বলেন, “ইতোমধ্যে আমরা হজের টিকিট বিক্রি শুরু করেছি। ”
কেভিন জানান, হজ ফ্লাইট চালাতে এবার ৫৮২ আসনের একটি বোয়িং ৭৪৭ এবং দেড়শ আসনের একটি বোয়িং ৭৬৭ উড়োজাহাজ ভাড়া নেয়া হয়েছে।

এছাড়া বিমানের নিজস্ব দুটি বোয়িং ৭৭৭ উড়োজাহাজ দিয়েও হজ যাত্রীদের আনা নেয়া করা হবে।
বোয়িং ৭৭৭ উড়োজাহাজগুলো যেসব রুটে চলাচল করে সেসব রুট চালু রাখতে ব্যবহার করা হবে ভাড়ায় আনা বোয়িং ৭৬৭। এছাড়া পরিস্থিতি সামাল দিতে একটি উড়োজাহাজ স্ট্যান্ডবাই রাখা হবে বলে কেভিন স্টিল।
কর্তৃপক্ষ জানিয়েছে, এ বছর হজযাত্রী পরিবহনে মোট ৯২টি ‘ডেডিকেটেড ফ্লাইট’ চালাবে
বিমান। এছাড়া ২২টি নিয়মিত ফ্লাইটেও হজযাত্রী পরিবহন করা হবে।


এ বছরও চট্টগ্রাম ও সিলেট থেকে হজযাত্রী পরিবহন করবে বিমান। গত বছরের মতো এ বারও কোনো তৃতীয় বিমান সংস্থাকে হজযাত্রী পরিবহনের দায়িত্ব দেয়া হয়নি।
বিমানের জনসংযোগ বিভাগ জানিয়েছে, হজের ফিরতি ফ্লাইট শেষ হবে ১৮ নভেম্বর।
সৌদি আরব ও বাংলাদেশের মধ্যে চুক্তি অনুযায়ী মোট হজযাত্রীর অর্ধেক বহন করবে বিমান। বাকি অর্ধেক করবে সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্স এবং নাস এয়ারওয়েজ।


সেই হিসেবে এবার ৪৪ হাজার ৫০০ হজযাত্রী পরিবহনের দায়িত্ব পালন করবে বিমান।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.