আমাদের কথা খুঁজে নিন

   

আমি তেপান্তরের মাঠে বসে থাকা একা এক রাজকুমার...

দেশটাকে বড় ভালবাসি

আমি তেপান্তরের মাঠে বসে থাকা একা এক রাজকুমারী। আমার রাজকুমার আসে পঙ্খীরাজ ঘোড়ায় চড়ে পঙ্খীরাজ মাঝে মাঝে অবাধ্য হতে চাই তবুও রাজকুমার আসে অদম্য সাহসে ঘোড়া ছুটিয়ে। আমার কাছে আসে রাজকুমার অপরিসীম ভালোবাসার ফোয়ারা নিয়ে অপ্রতিরুদ্ধ ভালোবাসার মায়াজালে আবেগ আপ্লুত রাজকুমার আমায় জড়িয়ে ধরে। তারপর পান করে আমার রূপের অমূল্য সুধারাশি অবশেষে পরিতৃপ্তির ঢেঁকুর তুলে রাজকুমার নেতিয়ে পড়ে গভীর ঘুমের অতল গহবরে । ভোরের আলো ফুটে উঠার আগেই রাজকুমার ফুটে পড়ে পঙ্খীরাজে চড়ে উড়ে চলে পঙ্খীরাজ পিছন ফিরে দেখার ফুসরত কোথায় আর রাজকুমারের ভোরের সূর্য্য উদয় হয়েছে, চোখে মুখে তার শুভ্র সকালে আগত সুন্দর স্বপ্নের লীলাখেলা। আমি তেপান্তরের মাঠে বসে থাকা একা এক রাজকুমারী। রাজকুমারের অপেক্ষায় আমার দিন কাটে আর কত রাজকুমার আসবে আর যাবে আমার জীবনে আহরণ করবে আমার যৌবন মধু, আমার হৃদয় মধু থাকবে লুকিয়ে আমারই হৃদয় গভীরে সেই মধু আহরণে কোন পঙ্খীরাজের আগমন হবে না আমার দুয়ারে। আমি তেপান্তরের মাঠে বসে থাকা একা এক রাজকুমারী। অন্যের ঘৃণায় লালিত আমার জীবন অথচ শত শত রাজকুমারের পদধুলি তবুও এই ঘৃণিত আমারই কাছে...... ** ওদের জন্য একটি কবিতা**

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।