আমাদের কথা খুঁজে নিন

   

তেপান্তরের নির্বাসন (কবিতা কিংবা কবিতা লেখার অপচেষ্টা )

মনের ভেতর ওলটপালট মাথার মধ্যে শব্দ জট কোথায় জানি নেই কিছু এক কবিতাদের আজ ধর্মঘট। মিথ্যে আকাশ,ইচ্ছে ঘুড়ি যখন তখন হচ্ছে চুরি, বিশ্বাস সব ভাঙ্গছি দেখ এক নিমেষেই বাজিয়ে তুড়ি! এ কেমন অসুখ? যখন তখন! বিষণ্ণ চোখ, বিষণ্ণ মন। বিচ্ছিরি সব! অসহ্য এক! তেপান্তরের নির্বাসন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।