!!!প্রচুর ধন-সম্পিতর মধ্যে সুখ নেই মনের সুখই বড়!!
ইসকন পুনের সংকীত্তর্ন বিভাগের প্রধান লক্ষী নারায়ণ প্রভুর গ্রন্থ প্রচারের একটি অভিঞ্জতা আলোচনা করা হল- আমি একদা একটি অজানা গ্রামে এসে পড়লাম এবং গ্রন্থের প্রচারের জন্য ঘোষনা করতে লাগলাম। অনেক লোকের সমাগম হল এবং গ্রন্থ নিতে থাকল। কিছুক্ষণ পর একজন বয়স্ক মহিলা আমার নিকট আসল এবং মারাঠি ভাষায় একটি শ্রীমদ্ভগবত সেট চাইল। আমি তাকে বললাম এই সেটের কেবল প্রথম চার ভাগই আমার কাছে আছে যার মূল্য ৮৮০ রুপি। তিনি প্রথম স্কেন্ধর দাম জিজ্ঞাসা করল এবং আমি বললাম ১৫০ রুপি।
এরপর সে তার ব্যাগ বের করে একটির পর একটি দশ রুপির নোট বের করতে থাকলেন। অবশেষে সবগুলো টাকা আমার নিকট দিয়ে তিনি গ্রন্থটির জন্য অপেক্ষায় রইলেন। আমি রুপি গুলো গুণে দেখলাম দশ রুপি কম। তখন তিনি বললেন- আমি অনেক কষ্ট করে দিনের পর দিন এই রুপি গুলো সঞ্চয় করেছি। দশ রুপি কম হলে কি চলবে না? তিনি আমাকে জিজ্ঞাসা করেল আমি বললাম- এই অথর্গুলো আমাকে মন্দিরে জমা দিতে হবে এবং তার জন্য আতি কিছুই পাইনা।
তখন তাকে আমি বললাম আপনি কারো কাছ থেকে ধার নিতে পারেন। তিনি সামনে গিয়ে গ্রন্থ দেখছেন এমন একজন লোকের কাছে দশ রুপি চাইলেন। বৃদ্ধ মহিলার উৎসাহ
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।