আমাদের কথা খুঁজে নিন

   

অনুভূতিহীন কথাবার্তা

আমার এই পথ চাওয়াতেই আনন্দ
কিছু লিখতে ইচ্ছা করছে, কিন্তু লিখবার শক্তি নাই। লিখব কি করে! লিখতে হলে দেখতে হয়, ভাবতে হয়। আজ খেয়াল করলাম অনেকদিন ধরে সূর্যোদয়-সূর্যাস্ত দেখি না, আকাশ দেখি না। অথচ আছি সেই আকাশ তলে যেখানে প্রতিদিন সূর্য উঠে, অস্ত যায়। দিন কালের হিসাব সব ডিজিটাল ঘড়িতে।

আরো খেয়াল করলাম, অনেকদিন কোন গান শুনি না। একটা গান দিলাম অনেকদিন পরে। যান্ত্রিক এই জীবনে ডিজিটাল টাইম পাসই ভরসা এখন। যদিও পাস করবার সময়েরও বড় অভাব। আগে যখন কোন গান পোস্ট করেছি, গানটার সাথে আমার অনুভূতির একটা মিল পেতাম।

অথচ, আজ সেই মিল খুঁজবারও আগ্রহ পাচ্ছি না। এমনি এমনি গানটা কেন জানি না ভালই লাগছে শুনতে। তাই শেয়ার করা, এই আর কি। মুখপানে চেয়ে দেখি ভয় হয় মনে ফিরেছ কি ফের নাই বুঝিব কেমনে। আসন দিয়েছি পাতি মালিকা রেখেছি গাঁথি বিফল হল কি তাহা ভাবি ক্ষণে ক্ষণে ফিরেছ কি ফের নাই বুঝিব কেমনে!! গোধুলি লগনে পাখি ফিরে আসে নীড়ে ধানে ভরা তরী খানি ঘাটে এসে ভিড়ে।

আজও কি খোঁজার শেষে ফেরনি আপনও দেশে বিরাম বিহীন তৃষা জ্বলে কি নয়নে ফিরেছ কি ফের নাই বুঝিব কেমনে। ইস্নিপসের লিংক শুভরাত্রী
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.