আমাদের কথা খুঁজে নিন

   

সামহোয়ার ইন ব্লগে সততার আলোর ইতিহাস

কোন একদিন.. এদেশের আকাশে... কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই ... খোদায়ী বিধান পেয়ে দু:খ বেদনা ভুলবে..

কম্পিউটার ল্যাবে বসে প্রোগ্রামিং প্রাকটিস করছিলাম। হঠাত করে পাশে তাকিয়ে দেখি আমার ক্লাসমেট বাংলা কোন ওয়েবসাইটে কিছু পড়ছে। আমার আগ্রহ দেখে আমাকে পড়ে শোনাল। মজার একটা লেখা ছিল সেটি, পড়ে খুব ভাল লাগল। জিজ্ঞেস করলাম ওয়েব সাইটটা কিসের? ব্লগ সম্বন্ধে তেমন কোন কিছুই জানা ছিলনা।

আমার সেই ক্লাসমেটটা আমাকে ব্লগ সম্বন্ধে অনেক কিছু শেখাল, বুঝালো। সেদিনই হয়তো রেজিস্ট্রেশন করেছিলাম কিংবা তার দুয়েকদিন পর। প্রায় ঘন্টাখানেক সময় নিয়ে ভেবেচিন্তে আস্তে আস্তে রেজিস্ট্রেশন করলাম। ছোট্ট একটা পোস্ট লিখলাম আমার ব্লগ নিয়ে ইচ্ছাটুকু জানিয়ে। সেই থেকে শুরু।

তবে বুঝতে পারলাম, ব্লগে লেখালেখির জন্য নিজের একটা চেনা পরিবেশ প্রয়োজন, যা ভার্সিটির ল্যাবে নেই। বাসায় ইন্টারনেট নিতে চাইলাম। কয়েক জায়গায় খোঁজ নিলাম, প্রত্যেকেই কমপক্ষে ২০০০ টাকা লাইনচার্জ চাইল, এটা দেয়া আমার পক্ষে সম্ভব নয়। মাসে ৫০০ টাকা বিল নাহয় কোনমতে ব্যবস্থা করা যাবে, কিন্তু লাইনচার্জের এতটাকা একসাথে কই পাব, বুঝতে পারছিলামনা। বন্ধুদের সাথে ব্যপারটা শেয়ার করলাম।

হঠাৎই একদিন সন্ধায় তারটার নিয়ে দুতিন জন মানুষ হাজির। বলল তারা ইন্টারনেট লাইন লাগিয়ে দিয়ে যাবে কোন লাইন চার্জ ছাড়াই। ৫০০ টাকা প্রিপেইড বিল দিয়ে তাদের বিদায় দিয়ে দিলাম। তক্ষুনি কিন্তু ইন্টারনেট ব্রাউজ এবং সামহোয়ারের দেখা পেলামনা। সস্তার তিন অবস্থা বলে কথা, দুদিন পর আমার নেট লাইনটা তারা একটিভেট করল।

বাসায় নেট আসার পর থেকে প্রতিদিনই নিয়মিত ব্লগ ঘাটাঘাটি আর নতুন ব্লগ লিখা শুরু করলাম। ফ্রন্ট পেজে একসেস পেলাম, অত:পর প্রায় শখানেক পোস্ট দিয়েছি। তারপর ব্লগিং করতে গিয়ে বিভিন্ন ধরনের অভিজ্ঞতা হয়েছে। এর মধ্যে একটা কষ্টের অভিজ্ঞতা হল আমার ব্লক হওয়া। আমি অসংখ্য নিকে বিশ্বাস করিনা আর আমার লিংকসও ছিলনা, তাই আমার ব্লগিং, মন্তব্য দেয়া সবই বন্ধ হয়ে গেল।

সাধারনত এক সপ্তাহের জন্য ব্লক করা হয়, কিন্তু মাস পেরিয়ে গেলেও কোন খবর নেই। বারবার মেসেজ পাঠিয়েছি সামহোয়ার টিমের কাছে, তাও কোন খবর নেই। দুমাসের মাথায় এসে আরেকটা মেসেজ পাঠালাম এবং বললাম আমাকে যদি আনব্লক না করা হয় তবে আমি আমার সব পোস্ট ডিলিট করে দেব। পরেরদিন দিলামও তাই। চরম হতাশায় আমার এতদিনে লেখা সব পোস্ট ডিলিট করে দিলাম সামহোয়ারইন থেকে।

এ কাজটি করতে আমার খুব খারাপই লাগছিল। প্রত্যেকটা পোস্ট কত কষ্ট করে তৈরী করেছি, অনেকগুলোতো মাসখানেক খেটে তবে পোস্ট করেছি। আমার সব মমতাকে আমি কোরবানি করে দিলাম। অবশেষে পেলাম সেই আকাঙ্খিত মুক্তি। নিরবে পুরো অত্যাচার সহ্য করেছি বলেই হয়তো আমার সাথে একই আচরন বারবার করা হতে থাকল।

কিছুদিন পরপরই জেনারেল ব্লগার কিংবা ওয়াচ এ রাখা হতে লাগল। আবারও শখানেক পোস্ট মুছে দিলাম। তাও সহ্য করেছি শুধু সামহোয়ারইনকে ভালবেসে। আজ আমি আবারও জেনারেল ব্লগার হয়ে গেছি। এবারও তা সহ্য করব আর অপেক্ষা করব পুরোপুরি মুক্তির জন্যে।

সামহোয়ারইনব্লগ টিমের প্রতি শুভকামনা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।