আমাদের কথা খুঁজে নিন

   

সামহোয়ার ইন পিকনিক

::::: দেখবো এবার জগতটাকে :::::
পিকনিক শেষে বাড়ি ফেরার পথে পুর্বাচলের সূর্য পশ্চিম-চলে অস্তগামী। পিকনিকের ছবি দেখেন। আজকের পিকনিকের টোটাল ৪৮টা ছবি আপলোড করলাম এইখানেঃ http://www.flickr.com/photos/36284494@N05/ আরো কিছু ছবি পরে দিবো। আর কিছু কিছু ছবি এইখানে দিয়া দিলাম। দেখতে থাকেন।

আমি ঘুমাইতে গেলাম। যাবার সময় বাসে ব্লগারের দল। প্রথম সীটে মঞ্জু ভাই কিন্তু ঘুমাইতেছেন না। চোখ বন্ধ করে চিন্তা করছেন। গভীর ভাবে চিন্তা করার সময় মঞ্জু ভাইয়ের চোখ বন্ধ হয়ে যায়।

আরেকজন ভাবুক ব্লগার। ৩কিমি পথ বাকী শুনে স্বেচ্ছায় কয়েকজন নেমে গেলাম পথে। ফাগুনের উত্তাপে গ্রামের পথে হাটা তো যাবে। জানলাম গ্রামটার নাম মাঝিপাড়া। কে কার ছবি তুলে? কিন্নরী।

জানা-আপু আর অরিলের মেয়ে। লেফট রাইট রত শালীক। মানিক জোড়, আবু সালেহ আর একরামুল শামীম। মল্লযুদ্ধ রত আবু সালেহ এবং আপুর নাম ভুলে গেছি (বাংলাদেশ জাতীয় প্রমিলা দলের কীপার) প্রতি টানেই তৃপ্তি ( পথিক !!!!!!!) কোন ছবিতে যদি কেউ মাইন্ড খান তাইলে নিজের জিম্মায় খাবেন। আমার কিছুই করার নাই।


 


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।