আমাদের কথা খুঁজে নিন

   

ইংলিশ প্রিমিয়ার লীগ Week 1

বুকের ভেতর বহুদূরের পথ.........
প্রথম সপ্তাহের হাইলাইটস বলতে মিডিয়া গুলোতে আর্সেনালের ৬-১ গোলে এভারটনকে হারানোকেই বেশী আলোচনা হচ্ছে। কিন্তু আমার মতে এ সপ্তাহের হাইলাইটস হচ্ছে দ্রগবার জোড়া গোল। চেলসীর শিরোপা জেতার জন্য এই জিনিসটাই খুব দরকার। শেষ দু'বার যখন শিরোপা জিতেছিলো তখন দ্রগবাও 'খুনে' ফর্মে ছিলো। আর গত ৩ বছরের মধ্যে ২ বছর, দ্রগবা যেন আগের দ্রগবার ছায়া।

কিন্তু সেই ছায়া তার অরিজিনাল রূপে ফেরত আসতেছে, তারই ইঙ্গিত দিলো এই জোড়া গোল। টু আর্লি টু প্রেডিক্ট, কিন্তু রেড ডেভিলদের একক আধিপত্য কমাইতে এর কোন বিকল্প নাই। লিভারপুল জাভি আলোনসো আর আরবেলোয়া'রে ছাইড়া দিয়া বিপদে। আবাল লুকাসটার উপর ভরসা কইরা টপ ফোরেও থাকা যাইবো বইলা মনে হয়না। আর্সেনালের ঐ রকম ফর্ম আগেও বহুত দেখছি, কিন্তু শেষে গিয়া ঠিকই চোক করে।

ম্যান ইউরে নিয়া যত কম বলা যায় ততই ভাল। ভাল খেললে ৪-০, খারাপ খেললে ১-০, এইতো দেখতাছি গত ৩ বচ্ছর। ম্যান সিটির ডিফেন্স ঠিকই সমস্যা হয়ে দাঁড়াবে, 'ব্ল্যাকবার্ণে'র মত দলের সাথে জিতে এখনি খুশী হওয়ার কিছু নাই। তবে সিটির গত বছরের সেরা খেলোয়াড় আয়ারল্যান্ড এখনো ফর্ম ধরে রেখেছেন দেখে ভাল লাগলো।
 


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.