আমাদের কথা খুঁজে নিন

   

শাহরুখ খান, চায়না ড্যাম: ইনডিয়ার কাছেই মেরুদণ্ড সোজা করা শিখতে হবে

সাহিত্যের সাইটhttp://www.samowiki.net। বইয়ের সাইট http://www.boierdokan.com

নামের পিছে খান ছিল বইলা শাহরুখ খানকে আটকায়ে দিছিল নিউ ইয়র্কের একটি বিমানবন্দর কর্তৃপক্ষ। এইটা নিয়া ইনডিয়া ব্যাপক ক্ষেপছে। বিক্ষোভ-প্রতিবাদ হইছে। ইনডিয়া যুক্তরাষ্ট্রের কাছে ব্যাখ্যা দাবি করছে।

দিল্লিতে তুলকালাম হয়া গেছে। ঘটনা খারাপ। আমেরিকার মুসলিম ফোবিয়া এমন এক জায়গায় পৌঁছাইছে যে, এপিজে আবদুল কালাম বা শাহরুখ খানের মতো লোকরেও তারা এমনে আটকাইতেছে। খবরগুলা পড়ার পর চিন্তা করি, বাংলাদেশের মুসলমান নামধারীদের কথা চিন্তা কইরা। এনারা না জানি কত নাজেহাল হয়া আমেরিকায় যান আর থাকেন।

তাদের দুর্ভোগের কথা চিন্তা কইরা খুব কষ্ট লাগে। কিন্তু করার কিছু নাই। শাহরুখ খানকে আটকানোর পর ইনডিয়া গরম হয়া গেছে। তারা ব্যক্তিত্ব নিয়া আমেরিকাকে ঝাড়ি দিছে। সেলেব্রিটি হিসাবে শাহরুখ খান ইনডিয়ার প্রতীক।

সাবেক প্রেসিডেন্ট হিসাবে এপিজে আবদুল কালাম ইনডিয়ার প্রতিনিধি। এই দুই মুসলমানের মান রক্ষার জন্য ইনডিয়ার উদ্যোগ ভাল। কিন্তু এনাদের বাইরে যারা আমেরিকা যায় তাদের কী হবে? যাই হোক, ইনডিয়ার এই ব্যক্তিত্ব ভাল লাগলো। ইনডিয়ানদের মেরুদণ্ড সোজা আছে। আমাদের লোকেরা প্রতিদিন ইনডিয়ান দূতাবাসে ভিসা নিতে গিয়া নাজেহাল হইলেও এবং হাইকমিশনার উল্টাপাল্টা কইলেও বাংলাদেশে সরকারের পক্ষ থিকা কেউ মেরুদণ্ড সোজা কইরা কিছু কইতে পারে না।

এনারা ইনডিয়ার কাছে থেকেও যদি কিছু শিখতো। দ্বিতীয় খবরটা হলো : চীন ব্রহ্মপুত্র নদীতে ড্যাম তৈরির কাজ আগায়ে নিতেছে। খবর শুইনা ইনডিয়ার পানি সম্পদমন্ত্রী তাৎক্ষণিকভাবে লোকসভায় বিবৃতি দিয়া প্রতিবাদ জানাইছেন। তারা শোর তুলেছেন। আমাদের পানি সম্পদ মন্ত্রীর মতো বলেন নাই, ড্যাম হইলে উপকার হবে।

এমনকি তথ্যউপাত্ত বিশারদ আবদুর রাজ্জাকের মতো বলেন নাই, ওরা যখন বলছে তখন উপকার হবে। আগামীতে দেখবেন চীনের এই প্রজেক্ট নিয়া ইনডিয়া কী করে। কিন্তু আমাদের দুর্ভাগ্য আমাদের নতজানু মন্ত্রী মিনিস্টাররা ইনডিয়াকে দেখেও কিছু শিখে না। ভাবতে অবাক লাগে ইনডিয়ানদের কাছে থেকেও আমরা কেমনে পিছাইতেছি। কেমনে আমরা নতজানু হইতেছি।

আমাদের রাজনীতি আর রাজনীতিক ছাড়া আর কাকে এর জন্য দায়ী করা যায়?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।