আমাদের কথা খুঁজে নিন

   

অফিসের ফাঁকে.....

ঝুমুর ঝুমুর নূপুর বাজে মন মেলেছে পাখনা

বাইরে ঝিরঝিরে বৃষ্টি। চা খেতে নয় শুধু, একঘেঁয়ে টেবিল ভর্তি কাজের মাঝে নিজেকে একটু সতেজ চনমনে করতেই মাঝে মাঝে অফিসের ১০ তলা থেকে নেমে নিচে আসি। প্রকৃতিকে দেখি। সূর্যকে দেখি। অফিসের যান্ত্রিক শীতল হাওয়া থেকে সরিয়ে শরীরে সামান্য রোদ লাগাতে ইচ্ছে করে।

ম¯ত দালানের ভিড়ে সূর্যকে দেখি না, খুঁজে পাই ভবনের ফাঁকে মুনীরের চায়ের দোকানের পাশে আড়াআড়ি শুয়ে থাকা এক চিলতে রোদ - মেখে নিই তার প্রচন্ড তাপ। এটুকুর জন্যই নিচে আসা, নয়তো সারাদিনের আলো দেখা হয় না আর। এইখানে সিগারেট প্রেমী সহকর্মীদের সাথে দেখা হয়। চায়ের ধোঁয়া আর সিগারেটের ধোঁয়া একাকারও হয় তখন। গল্প হয় হাজার রকমের - কখনো গুজবেও কান দেই।

গুজব ভাল লাগে - বেশ উপভোগ করি, চাহিদা বুঝে তৈরী করে ছেড়ে দেই জনপ্রিয় হতে আগ্রহী বায়বীয় তৈল প্রদানকারী সহকর্মীদের ভিড়ে। মজা মেরে দেখি তাদের দৌড়দৌড়ি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।