আমাদের কথা খুঁজে নিন

   

অফিসের রোল নাম্বার

হুশিয়ারি :- আমার ব্লগে কেউ সাহিত্য খুইজেন না । ইহা একটি মাকাল পরিবেশনা।

আমাদের অফিসের নিয়ম কানুন খুবই কড়া। দুইটা মেশিনই আছে আমাদের এটেনডেন্স, ইন-আউট রেজিষ্টি মেইনটেইন করার জন্য। পুরানো মেশিনটাতে অফিসে প্রবেশ করেই কার্ড পাঞ্চ করতে হয় আর নতুন যে মেশিনটা কেনা হয়েছে, সেটা তো বড়ই আচানক বস্তু। আইডি কার্ডের মত ছোট সাইজের একটা কার্ড সেন্সরের সামনে ধরলেই দরজার লক খুলে যায় আর ডাটা কম্পিউটারে উঠে যায় । নতুন মেশিনটা অন-টেস্টে আছে তাই এখনো পুরাপুরি ভোগান্তি শুরু হয় নাই। পুরানো পাঞ্চ মেশিনের জন্য প্রত্যেকের নামে বিভিন্ন সিরিয়াল নাম্বরের আলাদা আলাদা কার্ড সাজানো আছে কার্ড স্টান্ডে। কার্ডের এই নাম্বার কে আমরা রোল নাম্বার বলি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।