আমাদের কথা খুঁজে নিন

   

আমি সেদিন থেকেই জেতা বাজি হেরেছি...

ফালতু কথার কারবারি

আমি ফুলকে যেদিন ধ'রে বেঁধে আমার সাজি ভ'রেছি আমি সেদিন থেকেই জেতা বাজি হেরেছি আমি ঝড়কে যেদিন সেধে সেধে আমার মাঝি ক'রেছি আমি সেদিন থেকেই জেতা বাজি হেরেছি মুক্তো ছিলো ঝিনুকে; আমি হাতে তুলে নিয়েছি বুঝিনি সেদিন- বড় সাধে বুকে দুলিয়ে দিয়েছি এখন শূণ্য ঝিনুক, ছিন্ন হৃদয়- এ কী আলো ধ'রেছি আমি সেদিন থেকেই জেতা বাজি হেরেছি আমি ফুলকে যেদিন... মিথ্যে ফাগুন সাজিয়ে আমি কোকিলবঁধূকে কাছে ডাকি তাই নিজের চোখে জল এনে সে আমায় দিয়েছে ফাঁকি নাগেরই মাথায় যে মণি মানায় তাকে ছিঁড়ে এনেছি মণি যে সবার সাজে না মণিকে ম্লান দেখে জেনেছি এখন অন্ধ নাগের বিষে বিষে দেহমনপ্রাণ ভ'রেছি আমি সেদিন থেকেই জেতা বাজি হেরেছি আমি ফুলকে যেদিন... ডাউনলোড লিঙ্ক

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.