আমাদের কথা খুঁজে নিন

   

''পাঠকের না পড়লেও হবে''

স্বপ্নগুলো সত্যির প্রত্যয়ে পথচলা ............

নিকিতা জানি এখন তুমি আর বাংলাদেশের কোন সীমানায় নও এখন তুমি সাত সাগর তের নদী পাড়ি দিয়ে বহুদূরে চলেগেছ কানাডায়। আপি আমি অনেক দুঃখিত তোমাকে আগের মত সময় দিতে পারিনি সেই আগের মত ,যদি কষ্ট পেয়ে থাকো ক্ষমা করে দিও। কি করবো বললো তোমার আপুর যে পরীক্ষা চলছে। আমি জানি তুমি বাংলা জানো না, কিন্তু তুমি বাংলা বলতে পারো আমি সবচেয়ে অবাক হয়েছি, আরো অবাক তুমি নজরুল,রবীন্দ্র সব বাংলা গান গাইতে পারো। আমি বেশি আবাক হই ফুফী যখন আমাকে ফোন করে বলে তুমি আমার সমান হয়েগেছো আমার মত দেখতে হয়েগেছো।

কিন্তু যখন তোমাকে দেখলাম, না তুমি আমার সমান নাও তোমার মতনি আছো। একটা জিনিষ চিন্তা করলে আবাক লাগে তুমি আগের মত চঞ্চল নও,আগের মত বেশি কথা বললো না একদম চুপ হয়েগেছ। জানো আমার আর তোমার এই দিকটা একদম মিলে গেছে আপুটাও আগের পিংকী আপু নেই। তুমি প্রায় ৪-৫বছর পর বাংলাদেশে এলে তবে তোমার প্রিয় আপুটা তোমাকে আগের মত সময় দিতে পারেনি, তাই তোমার আপুটা খুবই দুঃখিত খুবই খুবই,শেষ দিনও দেখা করেতে পারলাম না। কি করবো বললো পরীক্ষা চলছে যে!!!!!!! তবে এসে যে এবার এত দ্রুত চলেগেলে আবার না জানি কত বছর পর আসবে নাকি আসবেনা জানি না?????????? জানি যখন প্লেনে উঠার জন্য বাসা থেকে বের হবা অনেক কান্না করবা কান্না না করলেও চোখের কোনে পানি চলে আসবে কারন সবার মায়া ছেড়ে দূরে যাচ্ছো বলে সেই ছোট বেলার তোমার মায়ের কান্না দেখে তুমি কান্না করছিলে আর ফুফীকে বলছিলে চোখ দিয়ে পানি আসে কেন?? আমি নিজেও তোমার ওই নিষ্পাপ মনের প্রশ্ন শুনে কান্না করি,ফুফীও করে।

তুমি এখনো অনেক ছোট মাএ সেভেনে পড়ো, তোমার কাছে একটা প্রশ্ন রেখে গেলাম বড় হলে ঊওর দিও- ''কেন চলে গেলে দূরে ভাসায়ে মনের সুরে কেন ফিরে এলে আবার বাড়াতে দূঃখের ধার কেন চলে গেলে দূরে ''


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।