আমাদের কথা খুঁজে নিন

   

স্টেট অব ট্রেন্স!

আসেন দুর্নীতি করি। আর এই দুনিয়াটাকেই খুচাই!

অতীতের বিস্তৃতি বর্তমান থেকে সংকুচিত, বর্তমান ভবিষ্যত হতে আরো ছোট, ভবিষ্যত যেনো মহাবিস্তৃত। সময়ের প্রবাহে নির্দিস্ট ভাবে বয়ে চলা গতি আর স্হিতি শক্তির রূপান্তর গুলো নিয়মের মধ্যে ঘটে চলে, তবু কিছু উদ্বৃত্তের হিসাব বের করা খুব কঠিন। খাতা কলম হাতে স্হান-কালের কোনো বিন্দুতে বসে ভাবতে থাকে এক হতচ্ছাড়া। বেলা বয়ে গেছে বহুআগে, জীবন সায়াহ্নে এসে দেখে হিসাবের ফলশূন্য খোরোপাতা, কিন্তু তার সময় ফুরিয়েছে।

একটা ছবি আকার চেস্টা করে, যেখানে তার ভয় গুলো লুকিয়ে রাখে হিসাবের সারল্যে। হয়তো ভবিষ্যতের কোনো ধনাত্মক বিন্দুতে কেউ এসে বুঝতে পারবে তার না মিলানো হিসাবের গরল। ছবিটা আকা শেষ করে চলে যায় অপার্থিবে! হাজারও কুশীলব আসে যায়, একটু উকি মারে সেই বাক্সের ডেরায়, নানান রঙ্গ এর আকিবুকি, মনোযোগের বিন্দুতে নিঃশেষিত বিষ্ময়। এখন আমরা ক্ষমতায়, কিন্তু ক্ষমতাটা থেকেও নাই, যেনো বড্ড আসহায়। সবাই সেই ছবি আকতে চায়, কিন্তু সেটাও পারে না, কারন সবাই হিসাব করতেও ভুলে গেছি।

কয়জন হতচ্ছাড়াই বা সেই হিসাব করবার এতটুকু হিসাব করতে পরেছিলো? - সেটাও অজানা! শীতের সকালগুলো বড্ড আনন্দের; ক্ষমতাহীনতা, স্বার্থের দোটানা অথবা না পাওয়ার বেদনা থেকে জন্ম নেবার প্রতিহিংসা কিছুই তখন স্পর্শ করে না। শুভ্র কুয়াশায় চেতনা ঢেকে যায়, ভাবতে থাকে এক সংকীর্ন অতীত নিশ্চয়। আমার ভবিষ্যত আমি জানি না, তবুও দ্বন্ধে থাকতে চাই না। আমি ভবিষ্যত দেখায় মত্ত থাকতে চাই, পারবো কি না সেটাও জানি না। তবু শিউলি ফুলে ঘ্রান নিতে এতটুকু পরিকল্পনা লাগে না, সুন্দর একটা মন থাকলেই হয়!


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.