আমাদের কথা খুঁজে নিন

   

জিতল বাংলাদেশ

অসুস্থ নগরে একটু সুস্থতার খোঁজে ...........
জিম্বাবুয়েকে সহজেই হারাল বাংলাদেশ, ম্যাচের পুরোটা সময় নিয়ন্ত্রন ছিল বাংলাদেশের হাতে। মাশরাফি ছাড়া বোলিং নিয়ে যে সংশয় ছিল নাজমুল‌-রাসেলদের মাপা বোলিং তা দূর করে দেয়। সুখের কথা আশরাফুল রান পেয়েছেন এবং তা কোন রিস্কি শট না খেলেই । অবশেষে ম্যাচ জিতিয়েই মাঠ ছেড়েছেন প্রতিভার প্রতি অবিচার করা এ ব্যাটসম্যান । ১৪০ টিরও বেশী ম্যাচ খেলে মাত্র ৩য় শতক পেয়েছেন তিনি এবং সর্বশেষ চার ওয়ানডের ৩টিতে খেললেন পঞ্চাশোর্ধ ইনিংস । হয়তো কিছুটা হলেও দায়িত্ববোধ এসেছে তার মধ্যে । তামিমও ফিফটি পেয়েছেন এবং অ্যাশের সাথে ১৩৭ রানের মূল্যবান পার্টনারশীপ গড়েছেন । আজকের ম্যাচ বদলে যাওয়া বাংলাদেশের যেন জ্বলন্ত প্রতিচ্ছবি । যদি পরের ম্যাচগুলোয় এ ধারা বজায় থাকে তাহলে আরেকটি সাফল্যের মুকূট পরা সময়ের ব্যাপার ।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।