আমাদের কথা খুঁজে নিন

   

আজকেও ভিজলাম

আনাড়ী রন্ধন শিল্পীর ব্লগ B-)। ব্লগের বাজে-মানহীন লেখাগুলোর মাস্টার পিস দেখতে চাইলে এই ব্লগারের পোষ্ট গুলো পড়ে দেখতে পারেন। কথা দিচ্ছি, নিরাশ হবেন না। B-)

সকালে পিসির সামনে বসা ছিলাম। ঝুম বৃষ্টি নামছিল তবে ভিজতে যে হবে সে খেয়াল ছিল না।

আম্মা বললেন কিরে বৃষ্টি নামতেছে খবর নাই? যা বৃষ্টিতে ভেজ। বাইরে তাকিয়ে দেখি আরে তাই ত। একবার চিন্তা করলাম এত সক্কাল বেলা ভিজব... তার পরে ভাবলাম নাহ যাই। বাড়ীওয়ালাদের বাসায় গিয়ে কনিংবেল চাপলাম। একবার, দুইবার... দেখি খোলেনা... তিনবারের বার খুললো।

চাবি নিয়ে গেলাম ছাদে। বৃষ্টির সাথে বাতাস ও ছিল। ঠান্ডায় কাঁপুনি ধরে গেল। একবার ভাবলাম চলে যাই.... পরে আবার ভাবলাম নাহ! আরেকটু ভিজেই যাই। বৃষ্টিতে ভিজতে গেলে একটা সমস্যা হয়, তা হল আমি আবার চশমা ছাড়া ভাল দেখি না চশমা নিয়ে ভিজতে গেলে গ্লাস ঘোলা হয়ে যায়... তখন আরো সমস্যা হয়।

যাই হোক বেশ মজা করেই ভিজলাম। একা একা ভিজতে এখন আর তেমন খারাপ লাগেনা আজকে সকালে কে কে ভিজলেন..... হাত তোলেন....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.