আমাদের কথা খুঁজে নিন

   

সব্যসাচী লেখক কবি সিকান্দর আবু জাফরের ৩৪তম মৃত্যুবার্ষিকী আজ

আমার সম্পর্কে বলার মতো কিছু নেই।

সব্যসাচী লেখক কবি সিকান্দর আবু জাফরের ৩৪তম মৃত্যুবার্ষিকী আজঃ সিকান্দর আবু জাফর ১৯১৯ সনের ১৯শে মার্চ সাতক্ষীরা জেলার তালা থানার অন্তর্গত তেতুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি সমকাল সম্পাদক সিকান্দর আবু জাফর হিসেবে সুপরিচিত। কবি সিকান্দর আবু জাফর তালা বি,দে, উচ্চ ইংরেজী বিদ্যালয় এবং কলকাতার রিপন কলেজ থেকে প্রাতিষ্ঠানিক শিক্ষা লাভ করেন। কবি সিকান্দর আবু জাফর ছিলেন একজন সব্যসাচী লেখক।

সাহিত্যের প্রায় সকল অংগণেই যথা - কবিতা, গান, গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ সর্বত্র তিনি স্বাচ্ছন্দে সঞ্চরণ করেছেন। তিনি অনুবাদ গ্রন্থসহ কয়েকটি পাঠ্য-পুস্তকও রচনা করেছেন। তাঁর রচিত সিরাজ-উদ্দৌলা নাটকটি উচ্চ মাধ্যমিক পর্যায়ে পাঠ্য পুস্তক হিসেবে এখনও ব্যবহৃত হচ্ছে। বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালে যে অবিস্মরণীয় গণ-সংগীতটি কোটি কোটি বাঙ্গালীকে যুদ্ধ জয়ের প্রেরণা যুগিয়েছে, সেই গণসংগীত, "সংগ্রাম চলবেই/জনতার সংগ্রাম চলবেই/আমাদের সংগ্রাম চলবেই" এর রচয়িতা ছিলেন কবি সিকান্দর আবু জাফর। মুক্তিযুদ্ধের উষালগ্নে, ৭ই মার্চ ১৯৭১ সনে তত্কালীন 'দৈনিক পাকিস্তান'-এ প্রকাশিত হয় কবির অপর অবিস্মরণীয় বিদ্রোহী কবিতা 'বাংলা ছাড়ো'।

মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে ৭১-এর আগষ্ট মাসে তিনি ইয়াহিয়ার নৃশংস হত্যা ও ধবংসযজ্ঞের বর্ণনা তুলে ধরে সারা বিশ্বের বিবেকবান সরকার ও জনগনের নিকট প্রতিবাদ লিপি-আকারে 'অভিযোগ' নামে একটি পুস্তিকা প্রকাশ করে তরুণদের মুক্তিযুদ্ধে অংশ গ্রহণ করার জন্য আহবান জানান ৷ বিষয়টি সামরিক সরকার জানার পর তিনি কলকাতায় পালিয়ে যান। তখন পুস্তিকাটি স্বাধীন বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পুনঃপ্রকাশ করা হয় এবং দেশে বিদেশে প্রচারের জন্য প্রেরণ করা হয়। কলকাতাতেই তাঁর সাংবাদিক জীবন শুরু হয়। ১৯৪৩-৪৫ সন পর্যন্ত তিনি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম সম্পাদিত দৈনিক 'নবযুগ'-এর সংগে সম্পৃক্ত ছিলেন। কলকাতায় 'সওগাত', 'মাসিক মোহাম্মদী' এবং 'বুলবুল' প্রভৃতি পত্রিকার সম্পাদনাও তিনি করেন।

পরবর্তীতে ঢাকায় 'মাহে-নও', 'সমকাল' এবং সমকালীন অন্যান্য দৈনিক, সাপ্তাহিক ও মাসিক পত্রিকায় লিখতেন। নিরপে চৌধুরী, 'সিআজা', 'বাঙাল', 'আল হাশেমী' প্রভৃতি ছদ্মনামেও তাঁর অজস্র রচনা প্রকাশিত হয়েছে। ১৯৪৮-৫২ সন পর্যন্ত তিনি দৈনিক 'সংবাদ' ও ইত্তেফাক'-এর সহযোগী সম্পাদক হিসেবে কাজ করেন। কবি সিকান্দার আবু জাফর ১৯৫২ সালে দৈনিক 'মিল্লাত'-এর সম্পাদক নিযুক্ত হন। ১৯৫৭ সন থেকে ১৯৭১ সন পর্যন্ত তিনি মাসিক সাহিত্য পত্রিকা 'সমকাল' প্রকাশ ও সম্পাদনা করেন।

স্বাধীনতা সংগ্রাম চলাকালে মুজিব নগর থেকে তাঁর সম্পাদনায় সাপ্তাহিক 'অভিযান' প্রকাশিত হতো। কবি সিকান্দর আবু জাফর উপন্যাস, নাটক, একাংকিকা, পাঠ্য-পুস্তক, অনুবাদ, কবিতা, গানের বই সহ মোট ২৩টি গ্রন্থ রচনা করেন। তন্মধ্যে 'মাটি আর অশ্রু' উপন্যাস, 'জয়ের পথে' কিশোর উপন্যাস, 'নবী কাহিনী' পাঠ্য পুস্তক, 'সিরাজ-উ-দ্দৌলা' ও 'মহাকবি আলাউল' নাটক, 'মালক কৌশিক' গানের বই, 'বৈরী বৃষ্টিতে', 'প্রসন্ন প্রহর' ও 'বাংলা ছাড়ো' ইত্যাদি কবিতা, 'রুবাইয়াতে ওমর খৈয়াম' অনুবাদ প্রভৃতি উল্লেখযোগ্য। সব্যসাচী লেখক কবি সিকান্দার আবু জাফর ১৯৭৫ এর ৫ই আগষ্ট মৃত্যুবরণ করেন। সাহিত্যে অনবদ্য অবদানের স্বীকৃতিস্বরূপ কবি সিকান্দর আবু জাফরকে স্বাধীনতা দিবস পুরস্কার (মরণোত্তর) প্রদান করা হয়।


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.