আমাদের কথা খুঁজে নিন

   

যুদ্ধঅপরাধ ও যুদ্ধঅপরাধী ...... মীরজাফরের অট্টহাসি



সাম্প্রতিক কালে, যুদ্ধঅপরাধী নিয়ে বেশ কথাবার্তা হচ্ছে চারদিকে। বর্তমান সরকার আওয়ামী লীগ ক্ষমতায় আশার আগে ঢাকঢোল পিটিয়ে ঘোষনা দিয়েছিল তারা যুদ্ধঅপরাধীদের বিচারের ব্যাপারে বদ্ধ পরিকর। কোনো রাজনৈতিক দল বা মত নিয়ে নয়, বরং যুদ্ধঅপরাধ নিয়ে সাম্প্রতিক কালে আমার মনে সৃষ্টি হওয়া কিছু সংশয় থেকেই এই লেখার সুত্রপাত। গত কয়েকদিন ধরে যে প্রশ্নগুলো আমার মাথায় ঘুরপাক খাচ্ছে: ১ যুদ্ধঅপরাধ কি? ২ যুদ্ধঅপরাধী কে/কারা? ৩ যুদ্ধঅপরাধের শাস্তি কি? ৪ আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে কাদের যুদ্ধঅপরাধী বলছি? উপরের ৩ টা প্রশ্নের উত্তরে মোটামুটি ধারণা আমি উইকিপিডিয়া থেকে পেয়েছি। http://en.wikipedia.org/wiki/War_crime ৪ নং প্রশ্নের যথাযথ কোনো উত্তর এখনো আমি খুজে পাচ্ছিনা। পাকিস্তানি সেনাবাহিনী এবং নেতারা বাদে আর কারা যুদ্ধঅপরাধের অন্তভুক্ত হবে? আমি নিশ্চিত হতে চাই, রাজাকার এবং শান্তিবাহিনী সদস্যদের বিচারের ব্যাপারে। ১৪ ডিসেম্বরের বুদ্ধিজীবি হত্যা এবং ১৯৭১ পরবর্তী পরিকল্পিত হত্যাযগ্ঘের বিচার কি যুদ্ধঅপরাধীদের বিচারের অন্তর্ভুক্ত হবে? আমরা কি আমাদের আগামী প্রজন্মের সামনে দেশদ্রোহীতার দৃশ্টান্তমুলক শাস্তি নিশ্চিত করতে পারব? রাজনৈতিক দলগুলোর মত ক্ষমতায় আশার লক্ষ্য নিয়ে আমি যুদ্ধঅপরাধের ব্যাপারে সচেতন হইনি। যুদ্ধঅপরাধীদের বিচার করতেই যদি এতদিন লেগে যায়, তাহলে বঙ্গবন্ধু হত্যা, জেলহত্যা, পিলখানা-বিডিআর হত্যা'র বিচার হবে কবে? নাকি এদের বিচারের দাবী কেবল নির্বাচনী ইস্যু হয়েই থাকবে? আমরা কি যুগে যুগে মীরজাফরদের পৃষ্ঠপোষকতা করতেই থাকব?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।