আমাদের কথা খুঁজে নিন

   

বন্ধুদের পড়া নিষেধ

মুভি ক্রিটিক ব্লগ (প্রথম বাংলা মুভি ব্লগ) ★★★★★ © ২০০৭ - ২০১৩ ওয়েবসাইট: www.saifsamir.com

বন্ধুজন বলে আমি নাকি উচ্চাকাঙক্ষী যা আমাকে খুন করতে পারে কেউ বলে চাকরির প্রস্ততি নাও সাহিত্য ছাড়ো! একজনের তো তিন বছরেও বন্ধুর কাব্যগ্রন্থ পড়বার ফুরসত হলো না সবার দাবি তোমাকে ডিসকারেজ করছি না আহা বেশ, বেশ, বেশ!! বন্ধু বটে! প্রথমজনের চারিত্রিক বৈশিষ্ট্য অদ্ভুত উচ্চস্বরে কথা বললে থাকতে হবে চুপ সমাজের শতকরা পাঁচ ভাগ নাকি তার মতো আমি অবশ্য তাকেই শ্রেষ্ঠ মানি দ্বিতীয় জন অপূর্ণ মানুষ স্বাভাবিক বোধ-বুদ্ধির একটা অংশ বিকল তৃতীয় বন্ধু নিউ মাওলানা হিংসা ছাড়া কিচ্ছু জানে না এরাই আমার বন্ধু এদের বিনা জীবন ধুধু! আমি হতে চাই প্রথম বন্ধুর মতো একরোখা, অসামাজিক, অদ্ভুত বন্ধুদের পেছনে ফেলে একলা চা খেতে যাব আমার হাতে টাকা আছে, আমি খাব ওদের নেই, ওরা থাকুক আমি হতে চাইব দ্বিতীয় বন্ধুর মতো কমন সেন্স বিয়োগে অর্ধ মানব বৃষ্টি রাত এগারোটায় বন্ধুকে ছেড়ে দিব রাস্তায় না খেতে বলে, না থাকতে বলে আমি বাড়ী, ও জলে ভাসুক আমি হব তৃতীয় জনের মতো ভাব জানি অনেক কিছু, সীলগালা মন বাইরে স্বাভাবিক ভেতরে হিংসার বিচ্ছু আমি বলি তুমি বন্ধু কিন্তু তোমাতে-আমাতে তফাৎ সিন্ধু সুধীজন, কথাগুলোর অন্তরের দুঃখ খুঁজবেন না যেন আমিও হতে চাই বন্ধুদের মতো গুড, অন্ধ অবুঝ! নিজেদের বদলাবার ক্ষমতা তাদের নেই আমাকেই হতে হবে অমন গুণান্বিত এ যাত্রায় যদি কামিয়াব হতে না পারি করে দিব তাদের চির মুক্ত সহ্যেরও একটা গন্ডি আছে ঝাঝরা হতে হতে আর ঠাঁই নেই সংকীণ মনে যদি বলেন এই সব 'ছোট ক্ষত' বলব আপনিও আমার প্রিয় বন্ধুর মতো! ৩ এপ্রিল, ২০০৯

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.