আমাদের কথা খুঁজে নিন

   

নেত্রকোনা ও নওগাঁয় সরকারিভাবে ধান কেনা শুরু

সোমবার দুপুরে নেত্রকোনা শহরের বারহাট্টা রোডের খাদ্য গুদাম প্রাঙ্গণে ধান-চাল কেনা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন স্থানীয় সাংসদ আশরাফ আলী খান খসরু ও জেলা খাদ্য সংগ্রহ কমিটির সভাপতি আনিস মাহমুদ।
জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. মাহবুবুর রহমান জানান, চলতি মৌসুমে প্রতিকেজি ধান সাড়ে ১৮ টাকা মূল্যে ৫ হাজার ৩৪০ মেট্রিক টন বোরো ধান, প্রতি কেজি ২৯ টাকা মূল্যে ২৪ হাজার ৫৩৮ মেট্রিক টন সিদ্ধ চাল ও কেজি প্রতি ২৮ টাকা মূল্যে ৩ হাজার ৯৮ মেট্রিক টন আতপ চাল কেনা হবে।
৩০ সেপ্টেম্বরের মধ্যে এই ধান-চাল কেনা হবে।
প্রথম দিন সোমবার বিকাল ৪টা পর্যন্ত রঞ্জিত সাহা অটো রাইচ মিল ও সিয়াম অটো রাইচ মিলের কাছ থেকে প্রায় ২৫ মেট্রিক টন চাল কেনা হয়েছে বলেও তিনি জানান। 
তিনি আরও জানান, অভ্যন্তরীণ বোরো সংগ্রহের আওতায় দ্বিতীয় ধাপে আরও ধান-চাল কেনা হবে।
নেত্রকোনা জেলা চালকল মালিক সমিতির সভাপতি ফরিদ আহমেদ খান জানান, জেলার ১৩টি খাদ্য গুদামে ২২৩টি চালকল এই চাল সরবরাহ করবে।
নওগাঁ: সোমবার সকাল সাড়ে ১১ টায় নওগাঁ সদর খাদ্য গুদাম চত্বরে জেলা প্রশাসক মো. এনামুল হক আনুষ্ঠানিকভাবে ধান ও চাল কেনা উদ্বোধন করেন। 
এ সময় জেলা খাদ্য নিয়ন্ত্রক রবিউল আহসান, সদর উপজেলা নির্বাহী অফিসার মোছা. হাসিনা আকতার, সদর খাদ্য অফিসার আব্দুস সাত্তার মণ্ডল, সদর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা শওকত জামিল প্রধানসহ চাল ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
জেলা খাদ্য নিয়ন্ত্রক রবিউল আহসান জানান, জেলার ১১ উপজেলার ১৮টি খাদ্য গুদামে চলতি মৌসুমে ১৮ টাকা ৫০ পয়সা কেজি দরে ৬ হাজার ১৯৬ মেট্রিক টন ধান, ২৯ টাকা কেজি দরে চাল ৫৮ হাজার ৩২ মেট্রিক টন চাল ধান এবং ২৮ টাকা কেজি দরে ১ হাজার ৬ শ’ মেট্রিক টন আতপ চাল সংগ্রহ করা হবে।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.