আমাদের কথা খুঁজে নিন

   

ইংরেজি কোনটা শিখবো, ব্রিটিশ না আমেরিকান!

সব কিছুর মধ্যেই সুন্দর খুঁজে পেতে চেষ্টা করি............

ইংরেজি কোনটা শিখবো, ব্রিটিশ না আমেরিকান! বিশ্বের প্রায় সকল দেশেই ইংরেজির ব্যবহার আছে। আমাদের ভাষা বাংলা হলেও ইংরেজি ব্যবহারে আমরা বিশ্বের কোনো দেশের থেকে পিছিয়ে নেই। সুতরাং সকল ক্ষেত্রে ইংরেজির সঠিক প্রয়োগ সম্পর্কে আমাদের একটি সম্যক ধারণা থাকা বাঞ্ছনীয় বলে মনে করি। আমরা মূলত ব্রিটিশ ইংরেজির অনুসারী। আমাদের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, অফিস-আদালত সকল পর্যায়েই ব্রিটিশ ইংরেজির প্রচলন রয়েছে।

কিন্তু বর্তমান বিশ্বে বাস্তব প্রয়োগের বেশিরভাগ ক্ষেত্রেই আমাদেরকে আমেরিকান ইংরেজি ব্যবহার করতে হচ্ছে। ফলে অনেক সময় আমাদেরকে বেশ সমস্যার মখোমুখি হতে হয়- বানান, উচ্চারণ, ব্যকরণগত ব্যবহার ইত্যাদিতে। ব্রিটিশ ও আমেরিকান ইংরেজির মধ্যে বানান, উচ্চারণ ও ব্যকরণগত ব্যাপক পার্থক্য পরিলক্ষিত হয়। একই শব্দ ব্রিটিশ ও আমেরিকানরা ভিন্নভাবে বানান করে। ব্রিটিশ ও আমেরিকান ইংরেজিতে যে শুধুমাত্র শব্দ, বানান ও উচ্চারণগত পার্থক্য রয়েছে তাই নয় লেটার, অ্যাপলিকেশন, কমপোজিশন ইত্যাদি লেখায়ও রয়েছে বিস্তর পার্থক্য।

এখন সমস্যাটা হলো আমাদের শিখতে হচ্ছে একটা আবার ব্যবহার করতে হচ্ছে অন্যটা। ফলে বিভিন্ন সময়ে আমাদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। দু'টি ভাষার মধ্যে যে কোনো একটি রীতির প্রচলন এ জাতীয় সমস্যার সমাধান করতে পারে বলে আমি মনে করি। এ ব্যাপারে সচেতন ব্লগারদের দৃষ্টি আকর্ষণ করছি। সামহোয়ারইনের প্রচুর সংখ্যক পাঠক লেখক দেশে বিদেশে ছাত্র।

আপনারা অবশ্যই উপলব্ধি করতে পারছেন-আমাদের ইংরেজি শিক্ষায় দুর্বলতার জন্য আন্তর্জাতিক বিভিন্ন প্রতিযোগীতায় আমরা কতটা পিছিয়ে পরছি। আপনারা যারা ব্লগে খুব ভাল লিখছেন, যাদের লেখা প্রচুর পাঠক পড়েন-তাঁদের কাছে বিনীত অনুরোধ আপনাদের সুচিন্তিত মতামত প্রকাশ করে ইংরেজি ভাষা শিক্ষার গুরুত্ব তুলে ধরুন।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৭ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.