আমাদের কথা খুঁজে নিন

   

টেকনাফ!

Honesty is an expensive thing, Don't expect it from cheap people...

টেকনাফে এসেছি আজ ৫ দিন হ'ল। সবকিছুই ভালো লাগছে। ঢাকার পরিবেশ থেকে একদম আলাদা। আমার নতুন চাকুরী একটা আন্তর্জাতিক এনজিও-তে। আমার কাজ রোহিঙ্গা শরণার্থী শিবিরে বিশেষায়িত চিকিৎসা সেবা দেওয়া।

এর আগে ছিলাম একটা জাতীয় এনজিওতে। যাহোক.... এখাসে আসার পর পরই ২ দিন ছুটি থাকাতে আমার মনের মতন করে শহরটা দেখে নিলাম - চিনে নিলাম। ভালোই হ'ল আমার জন্য। টেকনাফ আসার রাস্তাটা সুন্দর (সবচে সুন্দর রাস্তা চট্টগ্রাম-রাঙ্গামাটি রাস্তাটি)। কিন্তু কক্সবাজার থেকে সরাসরি আসার বাস সার্ভিস ভালো নয়।

যদিও এই অপূর্ণতা মিটে গেছে প্রাকৃতিক দৃশ্য দেখে। খুব ভালো লাগলো। ছুটির ২ দিনে নাফ নদীর তীরে ঘুরে এলাম, মায়ানমার ঘুরতে যাবো-তার প্লান করলাম (সেপ্টেম্বারের পরে, তখন বর্ষাকাল থাকবে না। এই ফাকে বলে রাখি এখানে এখন ঝুম বরষা! প্রতিদিন কতবার যে বৃষ্টি আসছে আর ছেড়ে যাচ্ছে তার হিসাব রাখা খুউব কঠিন। অফিসে শুনলাম এরকম চলবে আগামী সেপ্টেম্বার পর্যন্ত)।

প্রথম সমুদ্রে পা রাখা, তাতে ভেজার অনুভুতি কী অদ্ভুদ! এখনও গুছিয়ে লিখতে পারবো বলে মনে হচ্ছে না। তবে এটুকু বলি, যখন ঢেউ আসার পর পায়ের নিচ থেকে বালি সরে যাচ্ছিল কেমন ভালও লাগছিল আবার ভয়ও লাগছিল। তার ওপর আমি সাঁতার জানি না! এই পর্যন্ত মাত্র একদিন রিফিউজি ক্যাম্পে গিয়েছিলাম। এর বেশি এখন লিখছি না। আর একটা বিষয় হ'ল এদের বিষয়ে কতটুকু লিখতে পারবো এখনও জানি না।

এটি আমাদের দেশের একটা Sensitive Issue হওয়াতে আমরা যারা এতে কাজ করবো বা করি তাদের অনেক Rules & Regulation মেনে চলতে হবে। যদি কোনো সমস্যা না থাকে তবে এ নিয়ে লিখবো। ছেলেটাকে অনেক মিস করছি।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.