আমাদের কথা খুঁজে নিন

   

আসুন দেখি, বাংলাদেশে কে সবচেয়ে বেশী speed এ internet ব্যবহার করে?



আমরা সবাই digital বাংলাদেশ চাই। কিন্তু digital বাংলাদেশ হতে হলে high speed internet প্রয়োজন। আমরা কি সে দিকে কোন অগ্রসরতা দেখছি? হ্যাঁ আমি মানছি এতে কিছু সময়ের প্রয়োজন। কিন্তু আর কত সময় আমরা এভাবে ক্ষেপন করব? আজ wimax প্রযুক্তির মত একটি অত্যাধুনিক প্রযুক্তি বাংলাদেশে এসেছে। কিন্তু তাতেও কি আমরা কোন পরিবর্তন দেখতে পাচ্ছি? wimax service provider রা বলছে ১২৮ kbps speed দেবে, যা কিনা ১৬ KBps এর সমতুল্য।

অথচ এই speed আমরা অনেকেই পাচ্ছি। তাহলে এই নতুন প্রযুক্তির কি দরকার? আমাদের কত আশা ছিল wimax নিয়ে,যার কিনা এ অবস্থা। আমরা তো অনেকই internet ব্যবহার করি। কিন্তু আমরা কি বলতে পারব- যে speed এ আমরা internet ব্যবহার করছি তা সর্বোচ্চ নাকি সর্বনিম্ন অথবা তা average এ ভালো । অনেকই হয়তো পারব না।

তবে হ্যাঁ, এটি সম্ভব যদি আমরা আমাদের internet speed কে অন্যদের সাথে তুলনা করতে পারি। যাই হোক আজ আর বেশী কিছু লিখব না। আপনারা আপনাদের speed উল্লেখ করতে পারেন, যাতে আমরা তুলনা করে বলতে পারি কে সবচেয়ে বেশী speed নিয়ে বাংলাদেশে internet ব্যবহার করে। আমারটা সর্ব প্রথম উল্লেখ করে দিলাম। Type: Dialup Operator: Grameen phone Modem: N70 Speed: 12KBps


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.