আমাদের কথা খুঁজে নিন

   

সিরিয়াকে ঘিরে রাশিয়া-আমেরিকা'র শত্রুতা কি আইওয়াশ?

জাগো মানুষ আজ জাগো, ভেবনা তুমি বাঙালী কি বাংলাদেশী....কেটে যাবে রোদ ভাঙ্গবে আঁধার, আমি দেখব মাগো তোমার মুখের হাসি
যারা সিরিয়াকে ঘিরে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা বাজাচ্ছিলেন, তাদের জন্যে এই খবরটি নির্ঘাত একটি বড় আঘাত।...রাশিয়া আর আমেরিকা সিরিয়াকে ঘিরে যখন একে-অপরকে মুষ্ঠি দেখাচ্ছে, ঠিক তখনই কিনা দু'দেশের বিমানবাহিনীর এমন রণ অনুশীলন?!.... কয়েক দিন আগেই রাশিয়া আর North American Aerospace Defense Command (NORAD)-এর দেশগুলো একটি যৌথ সামরিক অনুশীলনে অংশ গ্রহণ করে। সামরিক অনুশীলনটি ঠিক তখনই অনুষ্ঠিত হলো যখন সিরিয়াকে ঘিরে অন্যান্য পশ্চিমা দেশগুলো আর রাশিয়ার মাঝে টাগ অব ওয়ার চলছে! আমেরিকা একদিকে যখন সিরিয়া আক্রমনের বাহানা খুজঁছে, রাশিয়া এর বিপরীতে সৌদি আরব আক্রমনের হুমকি দিয়ে রেখেছে। আমি আগেই বলেছি, মুসলিম ভূমিগুলোতে আক্রমনের ছুতো তৈরীতে অন্য কোন দেশ কখনই আপন হতে পারে না।....সবার মনে রাখা প্রয়োজন, গত শতাব্দির বিশ্বযুদ্ধগুলোর ইতিহাস ঘাটলে দেখা যাবে, বিশ্বশক্তিগুলো কিভাবে নিজেদের মাঝে মুসলিম ভূখন্ডগুলো ভাগাভাগি করে নিয়েছিলো। এতো কিছু জেনে-শুনেও যখন দেখি, আমাদের ভূখন্ডগুলোর কিছু মানুষ রাশিয়া-আমেরিকা তথা পশ্চিমা দেশগুলোকে নিজেদের দেশে সামরিক অভিযান চালানোর আহবান জানাচ্ছে, তখন সত্যিই খুব দুঃখ লাগে।....কান্না-ভেজা চোখে অসীম পানে চেয়ে কখন যেন আলগোছে মুখ দিয়ে বেরিয়ে যায় শব্দকয়টি- ''ওহ! ধরণী, দ্বিধা হও।''
 

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।