আমাদের কথা খুঁজে নিন

   

সিরিয়াকে হুমকি দিয়ে রাখলেন ওবামা

রাসায়নিক অস্ত্র পরিকল্পনা ব্যর্থ হলে সিরিয়াকে এর 'পরিণতি ভোগ' করতে হবে বলে হুঁশিয়ার করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। সিরিয়ার রাসায়নিক অস্ত্র ধ্বংস বা অন্য কোথাও সরিয়ে নেওয়ার ব্যাপারে রুশ-মার্কিন সমঝোতাকে স্বাগত জানালেও ওবামা দামেস্ককে এ সতর্ক বার্তা দেন। শনিবারের ওই সমঝোতা চুক্তি অনুযায়ী, সিরিয়াকে এক সপ্তাহের মধ্যে তাদের রাসায়নিক অস্ত্র ভাণ্ডারের পূর্ণ বিবরণ দিতে হবে। এরপর ২০১৪ সালের মাঝামাঝি সময়ের মধ্যে সেসব অস্ত্র ধ্বংস, নয় তো সেদেশ থেকে অন্য কোথাও সরিয়ে ফেলতে হবে। ওবামা বলেন, সিরিয়া তা করতে ব্যর্থ হলে শেষ অস্ত্র হিসেবে জাতিসংঘ প্রস্তাবনার মাধ্যমে শক্তি প্রয়োগ করে চুক্তি কার্যকর করা হবে।

তবে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা আরও একধাপ এগিয়ে গিয়ে বলেছেন, জাতিসংঘের অনুমোদন ছাড়া সিরিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার এখতিয়ারও ওবামার আছে। রুশ-মার্কিন চুক্তিতে চীন, ফ্রান্স, যুক্তরাজ্য, জাতিসংঘ এবং ন্যাটো সন্তোষ প্রকাশ করলেও দামেস্ক থেকে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ওবামা এক বিবৃতিতে, রাসায়নিক অস্ত্রবিষয়ক চুক্তিকে 'গুরুত্বপূর্ণ পদক্ষেপ' আখ্যা দিয়ে একই সঙ্গে সিরিয়াকে প্রতিশ্রুতি পূরণের আহ্বান জানিয়েছেন। কূটনীতি ব্যর্থ হলে যুক্তরাষ্ট্র সিরিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রস্তুত থাকবে বলে জানিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী এখনো সিরিয়ায় হামলার জন্য প্রস্তুত আছে বলে জানিয়েছে পেন্টাগন।

রাসায়নিক অস্ত্র চাইলে সন্ত্রাসীদের প্রতি সমর্থন বন্ধ করুন : আসাদ : এদিকে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ বলেছেন, তার দেশের রাসায়নিক অস্ত্র হস্তান্তর নির্ভর করছে সন্ত্রাসীদের প্রতি মার্কিন সমর্থন বন্ধ হচ্ছে কিনা তার ওপর। তিনি গতকাল 'রুসিয়া২৪' চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে এ মন্তব্য করেন। তিনি বলেন, সিরিয়ার সরকারের বিরুদ্ধে সন্ত্রাসী হামলা চালাতে যুক্তরাষ্ট্র বিদ্রোহীদের যে অর্থ ও অস্ত্র সাহায্য দিচ্ছে তা বন্ধ না করলে রাসায়নিক অস্ত্র হস্তান্তর করবে না দামেস্ক। এএফপি

সোর্স: http://www.bd-pratidin.com/     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।