আমাদের কথা খুঁজে নিন

   

পেপল পেপল পেপল!!! কিছু সমস্যা, কিছু সমাধান!!!



অনেক দিন পর লিখতে বসলাম। বাংলা টাইপ স্পীড ভাল না, তাই লিখতে চাইলেও লিখতে পারি না। এখানে অনেকেই দেখলাম পেপলে একাউন্ট খুলতে পারছে না, আমাকেও অনেকে প্রশ্ন করেছে, বিস্তারিত লিখতে বলেছে। তাই আজকে একটু লিখার চেষ্টা করলাম, দেখি কতটুকু লিখতে পারি। ### সবাই জানেন পেপল বাংলাদেশ সাপোর্ট করে না।

এটা কিন্তু পেপলের দোষ না, দোষ আমাদের দেশের সরকারের। আমাদের দেশের সরকারের ধারনা, পেপলের মাধ্যমে দেশের টাকা বাইরে পাচার হয়ে যাবে। কত বড় বেকুব চিন্তা করতে পারেন??? সারা দুনিয়ার বড় বড় দেশ থেকে শুরু করে, নেপাল-ভুটানের মত ছোট দেশ পেপল ব্যাবহার করছে। তাদের কিছু হচ্ছে না, আমাদের ক্ষতি হচ্ছে!!! চিন্তা করতে পারেন কত বড় বড় জ্ঞানী মানুষ আমাদের দেশ চালাচ্ছে!!! তারা যদি একটু সচেতন হত, তাহলে আজকে আমরা অনলাইনে অনেক কাজ করে দেশের জন্য বৈদেশিক মুদ্রা আয় করতে পারতাম। ফ্রীলেন্সের কাজগুলো করে খুব সহজে পেপলের মাধ্যমে দেশে টাকা আনতে পারতাম।

এইসব কথা চিন্তা করে খুব দুঃখ লাগে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম, বিরক্ত হইয়েন না। ### পেপল খুলা কঠিন কিছু না। ফরমটা ঠিক মত পুরন করুন, দেশের নাম দিতে হবে ইন্ডিয়া, রিজিওন দিবেন বাংলাদেশ। ঠিকানাটাও বাংলাদেশের দিবেন, পোষ্টাল কোড বাংলাদেশেরটা দিবেন। যে বিষয়টা সবাই বুঝতে পারে না সেটা হল ফোন নাম্বার, আপনার মোবাইল নাম্বার দিবেন, কিন্তু "+৮৮০" এই গুলো ছাড়া।

মানে আপনার নাম্বার যদি হয় ০১৮১৩১২৩৪৫৬, তাহলে "০" বাদ দিয়ে লিখবেন ১৮১৩২৬৭৬৩৪। আশা করি হয়ে যাবে। একাধিক একাউন্ট না খোলা ভাল। ### পেপল টাকা দিয়ে কি করবেন? টাকাতো দেশে আনা যায় না। আনা যায়, যদি যে সব দেশ পেপল সাপোর্ট করে সেই সব দেশে আপনার কোন পরিচিত বা বন্ধু থাকে, তাহলে তাকে দিয়ে পেপল টাকা দেশে আনাতে পারেন।

তাছাড়া, পেপল দিয়ে করা যায় না এই রকম কাজ অনলাইনে খুব কম আছে। যেমন, কোন ভাল সফটওয়্যার কিনবেন, সেটা অনলাইনে সরাসরি পেপল দিয়ে কিনতে পারবেন। ই-বুক, মুভি, গান বা কোন ওয়েব সাইটের মেম্বারশিপ, এই রকম অনেক কিছু কিনতে পারবেন। ### আপনার যদি কোন ওয়েব সাইট বানানোর বা কোন গ্রাফিক্সের কাজ বা অন্য কোন কাজ করানোর দরকার হয়, তাহলে ফ্রীলেন্সের সাইটে গিয়ে বিদেশি কাউকে দিয়ে সেটা করিয়ে নিতে পারেন এবং তাকে পেমেন্ট করতে পারেন পেপল দিয়ে। ### বাংলাদেশে এখন অনেকের রেপিডশেয়ার একাউন্ট দরকার হয়, আপনি রেপিডশেয়ারের ওয়েব সাইট থেকে পেপল দিয়ে একাউন্ট কিনে, সেটা আবার রিসেল করতে পারেন।

কাজটা ২ভাবে করতে পারেন, একটা হচ্ছে আপনি সরাসরি পেপল দিয়ে প্রিমিয়াম একাউন্ট কিনবেন। প্রিমিয়াম একাউন্ট ৩০ দিন, ১০০০ রেপিড পয়েন্ট হছে ৬.৯৯ ইওরো বা ৯.৯১৯৫০৯ ডলার। যদি, ১ ডলার=৭০টাকা হয়, তাহলে ৯.৯১৯৫০৯ ডলার = ৬৯৪.৩৬৫৬৩ টাকা। কত দিয়ে বিক্রি করবেন সেটা আপনার ব্যাপার। আর ৩মাস, ৩০০০ রেপিড পয়েন্ট হছে ১৬.৯৯ ইওরো বা ২৪.১১০৫০৯ ডলার, ৭০টাকা হিসাবে ১৬৮৭.৭৩৫৬৩ টাকা।

এখন বাংলাদেশের অথরাইজড রেপিডশেয়ার রিসেলারের ওয়েব সাইটে যান- ক্লিক করুন । দেখেন কত দিয়ে সেল করছে, ৩০ দিনের একাউন্টে লাভ কম হলেও ৯০ দিনের একাউন্টে ভালই লাভ হবে, কি বলেন? আর যদি সরাসরি রেপিডশেয়ার রিসেলার হতে চান, তাহলে প্রথমে আপনাকে প্রিমিয়াম একাউন্ট কিনতে হবে তারপরে এই লিঙ্ক- ক্লিক করুন এ গিয়ে একাউন্ট খুলতে হবে। যদিও এরা এই পেইজে পেপলের কথা লিখে নাই, কিন্তু যারা প্রিমিয়াম মেম্বার তারা পেপল দিয়ে রিসেলার হতে পারবে। ### বিভিন্ন ওয়েব সাইট আছে যারা হোস্টিং, ডোমেইন ইত্যাদি সেল করে, তাদের কাজ থেকে পেপল দিয়ে কিনে নিতে পারেন। তবে সেই ক্ষেত্রে ভাল ভাল কোম্পানিগুলো ভেরিফাইড (verified) পেপল একাউন্ট না হলে সেল করে না।

[ প্রশ্ন হচ্ছে, ভেরিফাইড একাউন্ট কোথাই পাবেন? কিভাবে করতে হয় বা সুবিধা কি? আমার পেপল একাউন্ট ভেরিফাইড একাউন্ট! আপনারা যদি ভারিফাইড করতে চান, আমার সাথে যোগাযোগ করতে পারেন। ভেরিফাইড কিভাবে করে? International Credit Card অথবা ব্যাংক একাউন্টের মাধ্যমে। যেহেতু, আমাদের দেশ পেপল সাপোর্ট করে না, তাই আমরা এইগুলো দিয়ে একাউন্ট ভেরিফাইড করতে পারব না। তাহলে আমি কিভাবে করলাম? আমি করেছি ইন্ডিয়ান এক ফ্রেন্ড এর মাধ্যমে। সে এই ব্যবসাটা করে।

কি লাভ ভেরিফাইড হয়ে? ভেরিফাইড না হলে সব সময় একটা রিস্ক থাকে, কখন একাউন্ট বন্ধ করে দেয় তার কোন ঠিক নাই। তবে, ভই পাইয়েন না, আমি ভেরিফাই ছাড়া দেড় বছরের বেশি পেপল ব্যবহার করেছি এবং অনেক লেন দেন করেছি। ভেরিফাই না হলে এই একটা সমস্যা, আরেকটা হচ্ছে মাসে ৫০০ ডলারের বেশি লেন দেন করতে পারবে না, এটাকে বলে লিমিটেট (Limitet) একাউন্ট। ] [ আমি চেষ্টা করছি, কোন একটা ভাল হোষ্টিং কোম্পানির রিসেলার হতে। হতে পারলে, আপনারা আমার কাছ থেকে পেপল দিয়ে কিনতে পারবেন।

দোয়া করবেন যেন সফল হই। ] ### স্কাইপি, ইয়াহু বা অন্য কোন কোম্পানি থেকে পেপল দিয়ে ক্রেডিট কিনে বিভিন্ন দেশে মোবাইল বা ল্যান্ড ফোনে কল বা এসএমএস করতে পারেন। ### অনেকেই আছে যাদের বিভিন্ন কাজে পেপল টাকা প্রয়োজন হয়, তাদের কাছে সেল্ করে দিতে পারেন। আমারতো প্রায়ই কিনতে হয়। আপনাদের থাকলে আমার সাথে একটু যোগাযোগ করবেন।

এছাড়া আরো অনেক কিছু করা যায়, কিন্তু মনে আসছে না। মনে আসলে এখানে লিখবো বা আরেকটা পোষ্ট দিব। আপনাদের কোন প্রশ্ন থাকলে করতে পারেন, চেষ্টা করব উত্তর দিতে, না পারলে মাপ করে দিয়েন। সবাই ভাল থাকবেন...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.