আমাদের কথা খুঁজে নিন

   

ক্রেডিট কার্ড, পেপল কিছুই লাগবে না । এবার থেকে অ্যানড্রয়েড পেইড অ্যাপস কিনুন মোবাইল ব্যলেন্স থেকেই !!!

প্রিয় বন্ধুরা , সবাই আশা করি ভাল আছেন । আজ আপনারা ভেবে দেখুন বাংলাদেশে কয়জন মানুষের ক্ষমতা আছে কার্ডের মাধ্যমে অ্যাপস কেনার ? তাই গ্রামীনফোন নিয়ে এল মোবাইল ব্যলেন্সের মাধ্যমে পেইড অ্যাপস কেনার সুয়োগ । শুধুমাত্র গ্রামীণফোনের গ্রাহকরা তাদের ফোনে টকটাইম ব্যাল্যান্স ব্যবহার করে ইএটিএল অ্যাপস্টোর থেকে স্মার্টফোনের জন্য অ্যাপলিকেশন কিনতে পারবেন। সম্প্রতি গ্রামীণফোন এবং ইথিকস অ্যাডভানস টেকনোলজি (ইএটিএল) একটি চুক্তি স্বাক্ষর করেছে, যার ফলে গ্রাহকরা এ সুবিধা পাবেন বলে বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে ।

ইএটিএল অ্যাপস্টোর এ বর্তমানে ৭০টিরও বেশি স্থানীয় আন্ড্রয়েড অ্যাপস গেমস আছে।

সংখ্যাটা একটু কম, তাতে কী ? টাকা দিয়ে অ্যাপস কেনার মজাই আলাদা । প্রাথমিকভাবে গ্রামীণফোনের গ্রাহকগণ এই ঠিকানা থেকে বিনামূল্যের অ্যাপস ডাউনলোড করতে পারবেন এবং গেমস কিনতে পারবেন। বিটিআরসি এর অনুমোদনের পর তারা অ্যাপসও কিনতে পারবেন। গ্রামীণফোনের হেড অফিসে গত ১০ সেপ্টেম্বর এই সেবা উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তিমন্ত্রী মোস্তফা ফারুক মোহাম্মদ উপস্থিত ছিলেন।

বিটিআরসি এর ভাইস চেয়ারম্যান গিয়াসউদ্দিন আহমেদ, গ্রামীণফোনের সিইও বিবেক সুদ, সিএমও অ্যালান বনকে, সিসিএও মাহমুদ হোসেন, ইএটিএল সিইও নাজিমুদ্দিন আহমেদ এবং ব্যবস্থাপনা পরিচালক এম এ মুবিন খানও অনুষ্ঠানে ছিলেন। লেখাটি প্রথমে এই ঠিকানায় প্রকাশিত : http://tech.priyo.com/news/business/2013/09/12/11794.html

সোর্স: http://www.techtunes.com.bd/     দেখা হয়েছে ৩৪ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।