আমাদের কথা খুঁজে নিন

   

স্মৃতিময় স্বপ্ন..

ঘুনে খাওয়া হৃদয়টাকে নিয়ে চলতে চলতে আজকাল খুব ক্লান্ত লাগে নিজেকে..

সেই ছোটকাল থেকে কত কি যে স্বপ্ন দেখেছি.. বড় হয়ে এটা হব.. ওটা করব.. আস্তে আস্তে করে অনেক বড়ও হয়ে গেছি। অনেক পরিবর্তন এসেছে নিজের মধ্যে। কিন্তু ছেলেবেলার সেই স্বপ্নগুলো আজও স্বপ্নই রয়ে গেছে। কোন স্বপ্নই বুঝি পূরণ হয়নি। আর কোনদিন হবে বলেও মনে হয়না। ছোটবেলায় স্বপ্ন দেখতাম, বড় হয়ে পাইলট হব.. বিমান উড়িয়ে এ দেশ থেকে ও দেশে ঘুরে বেড়াব। সারা বিশ্ব দেখব। আকাশের সুদূর কোন থেকে যখন বিমানের শো শো.. শব্দ কানে আসত, এক দৌড়ে ঘর থেকে বেড়িয়ে আকাশের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতাম। অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকা একজোড়া চোখ উড়ে যাওয়া স্বপ্নের বিমানের দিকে তাকিয়ে ছলছল করে উঠত.. মনে হত, একদিন আমিও বিমান উড়িয়ে চলে যাব আকাশের এ প্রান্ত হতে ও প্রান্তে। কিন্তু আজও আমার উড়ে যাওয়া হয়নি কোথাও.. ..চলবে

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।