আমাদের কথা খুঁজে নিন

   

এই লেখাটি কি নিয়ে?

~ ভাষা হোক উন্মুক্ত ~
দিনের পর দিন যায়, ব্লগ লিখা হয়না আমার মাঝে মাঝে নিজেকে টাইনা ধইরা বসাই, লিখিও (ভাতিজা চাঙ্কু আর আউলা আফার জন্মদিনের ব্লগ) কিন্তু পোষ্ট করতে পারিনা, কেন জানি ডিলিট কইরা দেই। আজকে এক ঘন্টা বইসা বইসা একটা ব্লগ লিখলাম, পোষ্ট কইরা দেখি খালি ছবিটা পোষ্ট হইছে, কোন লেখা নাই কেমুন লাগে? কে আমার ফুরফুরা ব্লগে চোখ লাগাইলো? প্রথমে মনে করছিলাম জেরীর কাম, পরে দেখি জেরী আফায় তো আমার ব্লগের দিকে নজরই দেয়না, চোখ লাগাইবো কেম্নে? নাজনীন খলিল আফা কিছুদিন আগে বিরাট ডর দেখাইছিল, সেই কারনে কি লিখতে পারতেছিনা? কালকে তো আফার পোষ্টে কমেন্ট কইরা ভয় কাটাইছি একটু। রাজামশাই অনেকদিন পদধুলী দেন নাই ব্লগে, রোবোট ভাই পুরা আলিমুল গায়েব, কামাল ভাই তো নাই - তাইলে ব্লগে আসিব্বাদ দিবো কেডা? বুলবুল আহমেদ পান্না ভাই আমার বাড়ীর কাছের লোক, বাসার দরজায় তাবিজ পুইতা রাইখা আসে নাই তো ? মুক্তু বয়ান হাওয়া আর কাউয়া তো গেছে উইড়া, অগোরেও দেহিনা। গোল্লা কাঁকন একদিন উড়াধুড়া মাইর দিয়া গেছিলো, সেই থিকা কিছু হইলো না কি? তনুজা খালা মনে হয় কেমিকেল রিএকশন হইয়া দ্রবিভুত হইয়া গেছে, নুশেরা আন্টি নতুন বাসার প্রেমে পইরা আমাগোরে গেছে ভুইলা অপ্‌সরা বান্দরনী পঁচা মাছ রান্না কইরা খাওয়াইছিলো, তার পর তো ... শাওন বিলাই আমারে জিগায় "আপনে জানি কে?" - সে কোন ব্লাক ম্যাজিক করে নাই তো? ফারহান দাউদের সাথে নোভা-শীলা নিয়া ঝগড়া লাগাইছিলাম, সে আবার কুনজর দিয়া গেল না কি? চানাচুর এখন নিজের ব্লগ নিয়া বিজি, আমারে ভামান বুল শিখানোর সময় নাই তার পিচ্চি হাফপ্যান্ট একলেম্বুর পুনজম্ন না কি মাস্টার্সে ভর্তি হইছে মাস্টারনী হইবো দেইখা, তাইলে আমি তো এমনিতেই মাইনাস টোনার কোন টুনি নাই দেইখা আমার টুনিটার দিকে নজর দিলো না কি? না কি কাব্যর ভেংচিতে কিছু হইলো? মমমম১২ আফায় তো এই ব্লগের রাস্তা ভুইলাই গেছে তারার হাসি আর হাসেনা আমার ব্লগে, প্রত্যুৎপন্নমতিত্বর ভাঙ্গা বাল্বের কোনায় লাইগা ব্লগের তার ছিড়া গেল? চিটি আফা অনেকদিন রেসিপি পোস্টায়না, আমার ব্লগ কি খাইতে না পাইরা মরতে বসছে সেই কারনে? বড় বিলাই আফার বিলাইয়ের দুঃক্ষের কাহিনী পড়ার কারনে এই কাজ হইল না তো? অনন্ত দিগন্ত অনেকদিন আসেনা এই দিকে ... সেই কারনেও হইতারে অক্ষর বদটা আমারে অপসরার ব্লগে ফার্ষ্ট কমেন্ট করতে দেয়না, সে বদ দোয়া করলো না কি? ইশতিয়াক অাহমেদ আমার ডরে অনলাইন হইতে না পাইরা আমার ব্লগে নজর লাগাইলো না কি? উদাসী স্বপ্নর পঙ্কজ উধাসের মত হাসির পিছনে কি কোন গভীর ষরযন্ত্র আছে? না কি মহামান্য শয়তান বান মারছে আমার ব্লগে? ত্রিভুজরেও একদিন ভিজিটর লিষ্টে দেখছিলাম আমি ... খাইছে ... বৃত্তবন্দী কি আমারে ব্লগ বন্দি করতে চাইতেছে না কি? আরিয়ানাকে এখনও গান পাঠাই নাই, সে মনে হয় আকুপাংচার কইরা দিছে আমার ব্লগে নিজের বাড়ীঘর, বালিশ কাঁথার মত পরিচিত ব্লগে নিজেরে কেমন যেন অচেনা অচেনা লাগে এখন। প্রথম পাতা ভর্তি নতুন নতুন নিকের সুন্দর সব ব্লগ। আবার মাঝে মাঝে মানুষের উদ্ভট রিএকশন দেইখা ডরায় যাই (ফান ব্লগে ডজন ধইরা মাইনাস, ১৮+ পোষ্ট দেইখা ব্লগেরে চটির সাথে তুলনা করা ইত্যাদি)। আবার অনেক দিন থেকে কোন ষ্টিকি পোষ্ট নাই ব্লগে, মানুষ তো মনে হয় ভুলতে বসছে ষ্টিকি নামের ব্যাপারটা অনেক পোষ্ট, অনেক ব্লগ, তারপরেও কেমন জানি ব্লগটা ঝিমাইতেছে মনে হয়। হইছে, ম্যালা প্যাচাল পাড়ছি, এইবার তোবারক বিতরন, তার আগে ছোট্ট একটা মিলাদ মহাফিল ... সবাই মিলাদ ধরেন ... ... ইয়া নবী ছালামালাইকা ...
 


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।