আমাদের কথা খুঁজে নিন

   

আবার থাপ্পড় মারতে হবে।

সুস্থবিজ্ঞানের চর্চা করতে চাই

আবার থাপ্পড় মারতে হবে। মন মেজাজএকদম খারাপ হইতাছে। থাপ্পড় মারতে মারতে হাত ব্যাথ্যা করতাছে। আর কয় দিন এইভাবে থাপ্পড় মাইরা তারে শিক্ষা দিতে হবে কে জানে। তার সমস্যা যে কি তাই তো বুঝতে পারছি না।

সব কিছুই ঠিক আছে। একটু দাড়ান আরেকটা থাপ্পড় মাইরা আসি। হুম এইবার হইছে। আরে ভাই এইভাবে থাবরাইয়া কি কাজ চালান যায় নাকি। কোন হার্ডউয়ার বিজ্ঞানী আই মিন ইনন্জিনিয়ার থাকলে একটু আওয়াজ দিয়েন।

আমার মনিটর টা বেশ কদিন ধরেই সমস্যা করতাছে। কালার ছাইড়া দেয়। আবার কোন সময় মনিটরে কিছুই আসেনা। শালা মনিটর তোরে ঠিক করাইতে হইব। ভাই বলতে পারেন এটা কি কারনে হয়।

এর সমাধানই বা কি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.