আমাদের কথা খুঁজে নিন

   

ভাগ্যাহত বাঙালির দুর্ভাগ্যের সাথে যুক্ত হয়েছে প্রাকৃতিক বিপর্যয়

সূদুর অতীতের পানে চেয়ে বেদনার গান গাওয়া

আষাঢ় মাস শেষ হয়েছে কবেই! এখন শ্রাবণ ভর বর্ষা মৌসুম, কিন্তু আকাশে এক ফোঁটা মেঘের আনাগোনা নেই। কৃষকের হৃদয় জুড়ে শুধু আশঙ্কা! আমন ধানের চাষ ঠিকমত হবে তো! আবাদ না হলে পেটের অন্ন জুগবে কোত্থেকে!? আমাদের এই সোনার দেশে শুধুই হতাশা। কেন এমন দশা!? কেউ কি দায়ী এজন্যে! আমনের রোপা লাগানো দেরি হয়ে যাচ্ছে! দিশেহারা কৃষকরা তাই স্যালো মেশিন নিয়ে যাচ্ছে, জমিতে চারা রোপন করতে! আমনের আবাদে কতটুকুইবা ধান হয়!? তাতে বাজারে ধানের যে দাম!! তাতে আবার যোগ হয়েছে কৃষি পণ্যের আকাশ ছোঁয়া মূল্য!! এ-ধান যদি সেচ দিয়ে চাষ করতে হয়, তাহলে এই দ্রব্যমূল্যের উর্দ্ধগতি আর ধানের বাজারের যে দরপতন, বর্গাচাষী কৃষকরা একদম নিঃস্ব হয়ে যাবে!! দেশে অভাবী মানুষের সংখ্যা সন্দেহাতীত ভাবে বেড়ে যাবে। হায়!!! এইসব অভাবী মানুষের কথা ভাববে কে! কে পতন ঠেকাতে চেষ্টা করবে এদের!? আসুন আর একবার আমরা বায়ান্ন ও একাত্তরের অনুপ্রেরণা বুকে ধারণ করে এই ষোল কোটি কাঙ্গাল বাঙালি উজ্জীবীত হই!!! পরষ্পর পরষ্পরের হাত ধরে বাঁচি!!! সবাই আসুন প্লিজ!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।