আমাদের কথা খুঁজে নিন

   

নিজেই তৈরি করুন অ্যানিমেটেড চলচিত্র

শারদশশীর অনন্ত অপেক্ষায় তোর চোখের সবুজ রঙ আকাশনীল হয়ে গেলে ঠিক ধরে নিস আমি হারিয়ে গেছি ঘাসেদের দলে...
এখন আপনি নিজেই তৈরি করতে পারবেন অ্যানিমেটেড চলচিত্র! জ্বী, ঠিকই শুনেছেন। আর এ সুযোগ আপনার জন্য নিয়ে এসেছে মুভিস্টর্ম নামের একটি সফটওয়ার। এটি দিয়ে আপনি নিজের ইচ্ছেমতো অ্যানিমেটেড চলচিত্র বানাতে পারবেন। এজন্য প্রথমে সফটওয়ার টি নামিয়ে নিতে হবে। এজন্য আপনাকে তাদের সাইটে একটি অ্যাকাউন্ট খুলতে হবে একটি ভ্যালিড ইমেইল ঠিকানা দিয়ে।

অ্যাকাউন্ট খোলা হয়ে গেলে আপনার দেয়া ইমেইল অ্যাড্রেস এ একটি ভ্যালিডেশন লিঙ্ক পৌছে যাবে। লিঙ্কটিতে ক্লিক করে আপনার অ্যাকাউন্ট ভ্যালিড করে নিন। এরপর ডাউনলোড মেনু থেকে সফটওয়ারটি নামিয়ে নিন। ফাইলের আকার 27.49 মেগাবাইট। সফটওয়ারটি ইচ্ছে থাকলেও সবাই ব্যবহার করতে পারবেননা, কারণ এর হাই সিস্টেম রিকয়ারমেন্ট।

সিস্টেম রিকয়ারমেন্ট নিচে দিচ্ছিঃ # Microsoft Windows XP # A PC with 2.4GHz processor # 2GB of RAM # 10GB of available hard disk space # A 32-bit colour display, capable of 1280×960 pixels resolution # A dial up internet connection # A 3D-capable graphics card with the latest OpenGL drivers. Your card should support DirectX 9 and Shader Model 3. সাইট এ লেখা আছে at least a NVIDIA 7600 or equivalent graphics card হলে ভাল। তবে এগুলো কিন্তু মিনিমাম সিস্টেম রিকয়ারমেন্ট নয়, মানে এরচেয়ে একটু কম মানের সিস্টেমেও সফটওয়ারটি চলবে। সাইটটি ভিজিট করতে এখানে ক্লিক করুন। আপনি চাইলেই সাইটটি তে সফটওয়ারটি দিয়ে বানানো অন্যদের মুভিগুলো দেখতে পারবেন। সফটওয়ারটির একটি স্ক্রিনশটঃ তাহলে আর দেরী কেন? এখনি শুরু করে দিন অ্যানিমেটেড মুভি মেকিং!
 


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.