আমাদের কথা খুঁজে নিন

   

পেটের চিকিৎসায় সয়েল টেস্ট ?



আমার এক দোস্ত গেছে মাথা ব্যথার কারণে ডাক্তারের কাছে । ডাক্তার হেরে মোট ১৮ প্রজাতির টেস্ট দিছে । হেইডা দেইখা দোস্ত ৩৫০ টাকা ভিজিট দিয়া বাইর হইয়া টান মাইরা প্রেসক্রিপশনডা ছিড়া ফালাইছে । আমারে কয় হালার মরমু তবু ডাক্তারের কাছে যামুনা । ও আমারে আরো কইল, হোন তুমি গেছ ডাক্তারের কাছে পেটের অসুখের কারণে ।

ডাক্তার তোমারে কি কি আজাইরা টেস্ট দিতারে জান ? আমি কইলাম- না । হে কয় পরথমে টেস্ট দিব তোমার বাপের । আমি কইলাম -মানে ? হে কইল ডাক্তারের তো জানতে হইব রোগটা জেনেটিক কিনা ! তাই তোমার বাপের ব্লাড, ইউরিন, স্টুল এইসব টেস্ট করব । তোমার বাসার ওয়েদার টেস্টও দিতারে ডাক্তার যদি অনেক বড় মাপের হয় । তোমার বাসার ফ্রিজ, পানি,গ্যাসের চুলা ঠিক আছে কিনা হেই টেস্টও দিতারে ।

আমার চোখ বড় হইতে হইতে ছানাবড়া হই গেল । ও কইতেই থাকল । শেষে কইল এমন কি তোমার বাড়ির সয়েল টেস্টও দিতারে । কারণ তোমার পেটের অসুখের সাথে মাটির একটা সম্পর্ক না থাইক্যা পারেনা । হে আরো কইল – ডাক্তার মানেই কসাই ।

কমিশন খাওয়ার ধান্দায় সব সময়ই দরকার না থাকলেও আজাইরা সব টেস্ট করতে দিব । কথাডা আমার বিশ্বাস হইল না । কারণ আমার পরিচিত কিছু ডাক্তারের মহানুভবতা আমাকে রীতিমত অবাক করে । বোনটিভি নিয়ে যখন হাসপাতালে ভর্তি হইছিলাম তখন কিছুদিন খারাপ ধারনা তৈরি হলেও পরে ঠিক হয়ে যায় । প্রয়োজনে অনেক ডাক্তারের কাছ থেকেই মোবাইলে ফোন করে পরামর্শ নিয়েছি ।

এখনো নেই । কই তারা তো বলেন না বিনা পয়সায় পরামর্শ দেয়া যাবেনা । আমার ধারনা ভাল-খারাপ সব কম্যুনিটিতেই থাকে । তবে ডাক্তার কম্যুনিটিতে কি খারাপের সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে ? যা রটে তার কিছু কিছু তো অবশ্যই বটে ।


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.