আমাদের কথা খুঁজে নিন

   

পিছু হটায় ওবামাকে ব্যঙ্গ করছে সিরিয়া

প্রেসিডেন্ট বারাক ওবামা সিরিয়ায় সেনা অভিযান নিয়ে মার্কিন কংগ্রেসের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করবেন বলে জানিয়েছেন। আর তার এই সিদ্ধান্ত নিয়ে ব্যঙ্গ করতে শুরু করেছে সিরিয়ার সরকারি সংবাদমাধ্যম। তারা বলছে এটা 'যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক পশ্চাদপসরণ' ছাড়া আর কিছুই নয়।

দেশটির সরকারি দৈনিক 'আল থাওরা' গতকাল রোববার তাদের প্রথম পাতায় লিখেছে, কংগ্রেস লাল বা সবুজ যে সঙ্কেতই দিক, যুক্তরাষ্ট্র যে পিছু হটছে সেটা স্পষ্ট। বৃটেন পাশ থেকে সরে গিয়েছে।

ওবামা যুদ্ধে হেরে যাওয়ার ভয়েই পিছু হটছেন।

এদিকে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি গতকাল বলেছেন, আমেরিকা পিছু হটেছে এটা মনে করার কোনো কারণ নেই। সেনা অভিযানের সিদ্ধান্ত মার্কিন কংগ্রেসের হাতে নেই। প্রেসিডেন্ট ওবামা আন্তর্জাতিক নিয়ম মেনেই চলবেন।

তবে কংগ্রেস অনুমোদন দিক আর না-ই দিক, সিরিয়ায় সেনা অভিযান যদি হয়ও, তার কিন্তু দেরি আছে।

মার্কিন কংগ্রেসের সদস্যরা এখন ছুটি কাটাচ্ছেন। ৯ সেপ্টেম্বরের আগে তারা ওয়াশিংটনে ফিরছেন না। তাদের দ্রুত ফেরার জন্য ওবামা কোনও চাপও দেননি। সুতরাং বৃটেনের মতো তড়িঘড়ি সিদ্ধান্ত নেয়ার প্রয়োজন যে তিনি অনুভব করছেন না, সেটা স্পষ্ট। ওবামা নিজে আগামী সপ্তাহে জি-২০ শীর্ষ সম্মেলনে সেন্ট পিটার্সবুর্গ যাচ্ছেন।

সেখানে উঠবে সিরিয়া প্রসঙ্গ।  

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।