আমাদের কথা খুঁজে নিন

   

কোরিয়ান ছবির নাম 'বান্ধবী'

সঙ্গে সাহিত্যের সুবাস ...

মালয়েশিয়ায়-অভিবাসী বাংলাদেশীকে নিয়ে তাইওয়ানের বিখ্যাত পরিচালক সাই মিং লিয়াং নির্মাণ করেছিলেন 'আই ডোন্ট ওয়ান্ট টু স্লিপ এলোন' (২০০৭) (Click This Link)। এবার কোরিয়ান পরিচালক শিন দং ইল নির্মাণ করলেন 'বান্ধবী', যাতে প্রধান চরিত্র হিসেবে আছেন বাংলাদেশী এক শ্রমিক। লিয়াঙের ছবিতে শ্রমিক চরিত্রটি ছিল কয়েকটি প্রধান চরিত্রের একজন। শিনের ছবিতে অন্যতম প্রধান চরিত্র বাংলাদেশী অভিবাসী শ্রমিক। ছবির কাহিনীসংক্ষেপ হলো ১৭ বছর বয়েসী কোরীয় মেয়ে মিন সিও তার সিঙ্গেল মাদার ও তার বয়ফ্রেন্ডের ওপর বিরক্ত।

সে চাকরি বাকরি খুঁজে নিজের পায়ে দাঁড়াতে চায়। এজন্য ছোটখাটো অপরাধও সে করতে কসুর করেনা। একজনের ওয়ালেট নিজের পকেটে ভরতে গেলে ওয়ালেটের মালিক বাংলাদেশী অভিবাসী-শ্রমিক করিম তাকে ধরে ফেলে। করিম তাকে পুলিশে দেয়না বরং প্রস্তাব করে শাস্তিস্বরূপ করিমের চাকরিদাতা মালিকের কাছে পাওনা টাকা উদ্ধার করতে তাকে সাহায্য করবে। মেয়েটা এই প্রস্তাবে রাজি হয়।

ছবির কাহিনী এগিয়ে চলে। ছবির প্রাথমিক তথ্যের জন্য দেখুন: Click This Link ২৫ জুন, ২০০৯ ছবিটা মুক্তি পেয়েছে। যেবিষয়টা আমাকে আকৃষ্ট করলো, ছবিটার নাম বাংলায় এবং ছবির পোস্টারেও বাংলা শব্দটা যুক্ত হয়েছে। বিশ্ব-চলচ্চিত্রে আজ কোরিয়ান ছবির খুব দাপট। সেখানকার একটি ছবির পোস্টারে বাংলা শব্দ দেখে চমকে গেছি।

এজন্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম। করিমের চরিত্রে অভিনয় করেছেন মাহবুব আলম। তিনি কোরিয়ায় কাজ করার পাশাপাশি ডকুমেন্টারি ছবিও বানিয়েছেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.