আমাদের কথা খুঁজে নিন

   

অরিত্রীর প্রতি ব্লগীয় প্রেমপত্র

সব হৃদয়ের গল্প বলি, রংধনুটাকে রং করি, নির্ঘুম চোখের কথা নিয়ে বৃষ্টির মত ঝরে পড়ি
প্রিয় অরিত্রী, তোমার সামনে দাড়াইয়া আমি কথাগুলো বলতে পারি না বলে ব্লগ মারফত তাহা জানাইতেছি। তুমি জান যে আমি চক্ষু লজ্জা রোগের রোগী। আমার চক্ষু লজ্জা রোগের কারণে তোমার একজোড়া চক্ষুর বন্দরে এখন অন্য একজোড়া চক্ষু আসিয়া ভিড়িতেছে। কিন্তু তুমি হয়ত জানো না, তোমার মনের বন্দরে আমি অনেক আগে থেকেই আমার মনের জাহাজ ভিড়াইয়া রাখিয়াছি। তুমি তাহা বুঝিয়াও না বোঝার ভান করিয়া, আমার মনের জাহাজটিকে নোঙর করিতে দিতেছ না। তোমার মনের বন্দরে তাই আমার মনের জাহাজের মালামাল পঁচিয়া যাইতেছে। তাই তোমার কাছে অনুরোধ , যত শীঘ্রই সম্ভব খালাসী লাগাইয়া বিনা শুল্কে আমার মনটারে ছাড়াইয়া নিয়া তোমার মনে নোঙর করাও। ইতি তোমার নোঙর প্রত্যাশী অরিত্র
 


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।