আমাদের কথা খুঁজে নিন

   

সামহোয়ার ইন ব্লগে ফোনেটিকে লিখতে গিয়ে যেসব সমস্যায় পড়ি



সামহোয়ার ইন ব্লগে লেখার জন্য আমি ফোনেটিক ব্যবহার করি। কিন্তু এটি ব্যবহার করতে গিয়ে বেশ কিছু সমস্যায় পড়তে হয় যা সহজেই সমাধানযোগ্য। যেমন আমি উপরের লেখায় "ব্যবহার" এবং "সহজ" শব্দ দুটি ব্যবহার করেছি তখন "ব্যব" অংশটি লেখার পর "হ" অর্থাৎ h লেখার সাথে সাথে তা "ব্যভ" হয়ে গেছে। সেক্ষেত্রে আমাকে ব্যব পর্যন্ত লিখে স্পেস দিয়ে "হার" লিখে তার পর স্পেস সরাতে হয়েছে। কিবোর্ডে v লিখলে যখন "ভ" পাওয়া যাচ্ছে তখন bh দয়ে "ভ" এর দরকার নেই বলে মনে হয়।

আবার "সহজ" শব্দটি লেখার সময়ে "স" লিখে "হ" লেখার সাথে সাথে তা "শ" হয়ে যায়। সেক্ষেত্রে কি shift+s দিয়ে তারপর h দিয়ে "শ" লেখার ব্যবস্থা করা যায় না? আরেকটি সমস্যা হয় "পোস্টটি" শব্দটি লেখার সময়ে। "পোস্ট" লিখে "টি" লিখতে গেলেই তা "পোস্ৎ" হয়ে যায়। সেক্ষেত্রে যদি tt দিয়ে "ৎ" লেখার পরিবর্তে shift ধরে রেখে tt দিয়ে "ৎ" লেখা যেত তাহলে ভাল হত। আবার G দিয়ে যখন "ঘ" লেখা যাচ্ছে তখন gh দিয়ে "ঘ" লিখতে গেলে "গহনা" জাতীয় শব্দ লিখতে সমস্যা হয়।

ফোনেটিক কি-বোর্ড লে আউটে দেয়া আছে যে w+r দিলে 'ব' ফলা হবে অথচ কোন শব্দ লিখে w লিখলেই 'ব' ফলা দেয়া হয়ে যায়। আশা করি কর্তৃপক্ষ বিষয়টি দেখবেন। এ সমস্যাগুলো খুব বড় কোন সমস্যা না হলেও তা বোধহয় সহজেই সমাধান করা যায়। তাই এগুলো সম্পর্কে লিখলাম।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।