আমাদের কথা খুঁজে নিন

   

বিনয় মজুমদার - এর কবিতা (পুনর্পাঠ)

.... যদি হয়, হবে একা একা ...

এরূপ বিরহ ভালো ; কবিতার প্রথম পাঠের পরবর্তীকাল যদি নিদ্রিতের মতো থাকা যায়, স্বপ্নাচ্ছন্ন, কাল্পনিক ; দীর্ঘকাল পরে পুনরায় পাঠের সময় যদি শাশ্বত ফুলের মতো স্মিত, রূপ, ঘ্রাণ, ঝ'রে পড়ে তাহলে সার্থক সব ব্যথা, সকল বিরহ, স্বপ্ন ; মদিরার বুদ্বুদের মতো মৃদু শব্দে সমাচ্ছন্ন, কবিতা, তোমার অপ্রণয়। হাসির মতন তুমি মিলিয়ে গিয়েছো সিন্ধুপারে। এখন অপেক্ষা করি, বালিকাকে বিদায় দেবার বহু পরে পুনরায় দর্শনের অপেক্ষার মতো____ হয়তো সর্বস্ব তার ভ'রে গেছে চমকে চমকে। অভিভূত প্রত্যাশায় এরূপ বিরহব্যথা ভালো।। (কাব্য : ফিরে এসো চাকা )

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।