আমাদের কথা খুঁজে নিন

   

'নামটা' ছোট করেই বলি

আল বিদা

ছোটবেলায় যখন কেউ নাম জিজ্ঞেস করত আর আমরা যদি ভুলেও ডাকনাম বলতাম কত জ্ঞানের কথা শুনতে হত। বিয়ের জন্য মেয়ে দেখতে এসে নাম জিজ্ঞেস করলে পুরো নামটিই বলতে হয়। 'কোথাও কেউ নেই' নাটকে সুবর্না-ফরিদীর একটা অংশ ছিল নামের মাহাত্ন নিয়ে। ব্যকরন বই কেনার সময় আব্বা বলত 'বাই' এর নাম কি? কারন বইয়ের উপর লেখা থাকত 'English Grammar By Muhib Ahmed'। আমার এক কলিগের নাম ছিল 'আশেক মাহমুদ'।

তাকে কেউ 'আশেক' আবার কেউ 'মাহমুদ' নামে ডাকত। এতে সে সবসময় সন্দিগ্ধ থাকত যে তাকে যখন এমডি 'আশেক' নামে প্রশংসা করবে তখন যারা তাকে 'মাহমুদ' বলে জানে তারা বুঝতে পারবে না যে তার কথা বলা হচ্ছে। আবার যার নাম মো. রফিউল কদর সিদ্দিকি বা নুরে আলম সিদ্দিকি তাদের যে কি নামে ডাকা হবে তা নিয়ে একটা টেনশন থাকেই। তাহলে দেখা যাচ্ছে ঠিকতমত নাম বলাটা খুবই গুরুত্বপূর্ন। এখন আমরা কিভাবে সুন্দর করে নাম বলতে পারি।

আর নাম বলার পর ছোটখাট কিছু জটিলতা আসে তা কিভাবে এড়াতে পারি তাই নিয়ে ভাবতে হচ্ছে। ধরা যাক, এক ভদ্রলোকের নাম 'শওকত হোসেন মাসুম'। তিনি যখন তার পুরো নাম বলবেন আপনি বুঝতে পারবেন না যে তাকে আপনি কি নামে ডাকবেন। আপনি শওকত, হোসেন এবং মাসুম এই ৩ নামেই ডাকতে পারেন। নামের শেষে ভাই বা সাহেব যাই এড করেন না তেন।

হয়ত দেখা গেল তাকে আপনি শওকত নামে ডাকছেন। অন্য একজন মাসুম বা হোসেন নামে ডাকছে। এতে আপনি কখনও হয়ত বুঝতে পারবেন না যে ঐ ভদ্রলোক কোনজনকে ডাকছেন বা কার কথা বলছেন। আবার আপনি তাকে হোসেন নামে ডাকছেন দেখা গেল এইটা তার বাবার নাম বা পদবী। আবার মাসুম ডাকটা হয়ত তিনি পছন্দ করেন না।

এই সমস্যার সমাধান তাকেই দিতে হবে। নাম বলার সময় প্রথমে যে নামে আপনাকে ডাকা হোক বলে আপনি চান সেই নাম বলবেন। 'শওকত হোসেন মাসুম' যদি চান তাকে মাসুম নামেই ডাকা হোক তাহলে নাম বলার সময় প্রথমে মাসুম বলে তারপর পুরোনাম বলাটা ভাল। আবার যদি শওকত নামে ডাক শুনতে চান তাহলে নামটা এভাবে বললে ভাল - শওকত, শওকত হোসেন মাসুম। কারও যদি মনে হয় আমি গুল মারছি বা ভিত্তিহীন কথা বলছি তারা উদাহরন হিসেবে জেমস বন্ডের নাম বলার স্টাইলটা দেখতে পারেন।

*শওকত হোসেন মাসুম নামটা শুধুমাত্র উদাহরন হিসেবে ব্যবহৃত। এর সাথে ব্লগার শওকত হোসেন মাসুম ভাইয়ের কোন সম্পর্ক নেই।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.