আমাদের কথা খুঁজে নিন

   

লালগড়ে সময় কাঁপছে ভয়ে



তীরধনুক,টাঙ্গি,বল্লম উঁচু করে ধরা হাতে, জাতীয় পতাকার মতো। লালগড়ের অরণ্য-ক্যানভাসে চৌকো কালো শরীরগুলো-- পিঁপড়ের সারির মতো, চোখগুলো নির্বাক আর অসহায়। দেখছি লালরঙের মাটি গড়াতে গড়াতে ছড়িয়ে পড়ছে চারিদিকে-- ছড়িয়ে পড়ছে অরণ্যের আনাচে কানাচে। আর তারসাথে ছড়াছছে চিৎকার— মানুষের অন্তরাত্মার চিৎকার। পেটখালি করে ওগরানো সে আওয়াজে সময় কাঁপছে ভয়ে,লজ্জ্বায়,আশঙ্কায় আরও কত দেখার বাকি আছে ভেবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।