আমাদের কথা খুঁজে নিন

   

নৈতিকতা



চরিত্র গুণাবলীই নৈতিকতা নৈতিকতা চরিত্রের পূর্ণতা। নৈতিক জীবন যার সে মহত্তম বাস্তবসম্মত জীবন যার সে সর্বোত্তম। জীবনে নৈতিকতার সফল প্রতিফলন নবীজি'র (সাঃ) জীবন করি অনুসরণ। সমাজ ও রাষ্ট্রের দৃঢ় ভীত গঠন ভীত দৃঢ় করতে মহৎ চিত্ত প্রয়োজন। মহত্তম চরিত্রের আত্মিক সম্পূর্ণতা পূর্ণতা না পেলে সমৃদ্ধ হবে কি উপায়ে দেশটা ? মঙ্গলময় কাজ দেবে মহানন্দ কল্যাণকর কাজ বাড়বে সৌন্দর্য। সৎ ও মহৎ চিন্তায় বাড়ে উৎকর্ষতা মহত্ত্বতায় সমূলে কাড়ে শঠতা। শঠতায় বাড়ায় কেবলই নীচুতা নীচুতা জ্বালায় ও বাড়ায় যন্ত্রণা। পূণ্যের দ্বারা বিবেক থাকতে হবে জাগ্রত পূণ্যে জাগ্রত না হলে জীবন কলুষিত।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।