আমাদের কথা খুঁজে নিন

   

দুখের কথা কারে কই... ওলো সই... আছেন কেউ? থাকলে জায়গায় বইসা আউয়াজ দিয়েন...

আই লাভ মাইসেল্ফ

যেইখানে অখন থাকি, বর্ষাকালে রাস্তাটা খুবই কিচকিচে হয়ে যায়। হাঁটতে গেলে সে যতো ঢঙের জুতোই পায়ে গলাই না কেন কাঁদা লাগেই। মনটা তেতো হয়ে যায়... গতমাসে তাই রুমমেটের সাথে সিদ্ধান্ত নিলাম, যে করেই হোক এ মাসে অনত্র রুম খোঁজে বের করতেই হবে। এখানে আর নয়। থাকুক এ পাড়ার সব সুন্দরী ললনারা... আমরা আর নাই.... চার তারিখ রুম খুঁজতে গেলাম সেগুনবাগিচা। সুন্দর সোন্দর এপার্টমেন্ট দেখে জিহ্বায় জল আসে। খবর নিতে গেলে খালাম্মারা ডাইরেক্ট মানা করে দেয়...... রুমমেট বিরক্ত হয়ে এক খালাম্মারে কইয়াই ফালাইছে... খালাম্মা একটা গতি আপনিই কইরা দেন, বাপমার লগে পরে বুঝুমনে... খালাম্মা তাও তার ছোট্ট দুই রুমের বাসাটা ভাড়া দিলেন না... এখন শান্তিনগর, সেগুনবাগিচা, নয়াপল্টন এবং অত্র আশেপাশেল এলাকা তন্ন তন্ন করে খুঁজেও একখানা থাকার জায়গা বের করতে পারলাম না... এরচে' দুখের কথা আর কী হতে পারে? কেউ কি আছেন আমাদের দুখের কথা শোনবার? থাকলে আউয়াজ দিয়েন একটু। বড় কষ্টে দিন যাপন করতেছি...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.